Ajker Patrika

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের ছেলের মৃত্যু

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৬: ৫৫
Thumbnail image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. আল-মামুনের বড় ছেলে সোয়াইব ট্রেনে কাটা পড়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থিত ঢাকা-ময়মনসিংহগামী রেললাইনে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মহির উদ্দীন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মহির উদ্দীন জানান, আজ শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। শিক্ষকের ছেলের এমন মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়ে শোক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইব কৃষি বিশ্ববিদ্যালয়ের হাইস্কুলের নবম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল মামুন ও লেখিকা আহমেদ শিমুর পরিবারের তিন সন্তানের মধ্যে বড় ছেলে ছিল সোয়াইব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত