নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে বিধবার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়া এক কিশোরকে এক দিন আটকে রেখে ১৮ লাখ টাকা দেনমোহরে বিধবার সঙ্গে বিয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার (৯ জুন) মধ্যরাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামে মোমিন মিয়ার ছেলের (১৭) সঙ্গে তিন মাস আগে মোয়াজ্জেমপুর গ্রামের মোতালেব মিয়ার বিধবা কন্যা ও এক সন্তানের জননী সীমা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার সন্ধ্যায় বিধবা সীমা আক্তারের বাড়িতে গোপনে দেখা করতে আসে কিশোর মাছুম মিয়া। খবর পেয়ে স্থানীয় কয়েক যুবক রাত ৮টার দিকে সীমা আক্তার ও মাছুম মিয়াকে এক ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।
পরে রাতভর ঘরে আটকে রেখে গতকাল সারা দিন ঘটনাটি ধামাচাপা দেওয়া চেষ্টা করে। গতকাল দিবাগত মধ্যরাতে দুই শতাধিক এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির উপস্থিতিতে বিধবা নারীর সঙ্গে ১৮ লাখ টাকা দেনমোহর দিয়ে ওই কিশোরের বিয়ে সম্পন্ন হয়। রাতেই কিশোরের সঙ্গে বিধবা নারীকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
এদিকে কিশোরের সঙ্গে ১৮ লাখ টাকা দেনমোহরের বিষয়টি কিশোরের পরিবার কোনো কিছুতেই মানতে পারছে না। তাদের অভিযোগ, ছেলেটিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা নেবে।
জানতে চাইলে কিশোরের বাবা মোমিন মিয়া মোবাইল ফোনে বলেন, ‘আমার ছেলেটিকে কৌশলে মেয়েটি তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গেলে স্থানীয়দের মাধ্যমে এক দিন আটক রেখে ১৮ লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে দিয়েছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমাকে না জানিয়ে বিয়ে দিয়েছে। আমি আদালতে মামলা করব।’
জানতে চাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মোবাইল ফোনে বলেন, ‘ছেলেটিকে বিধবা নারীর সঙ্গে স্থানীয় ব্যক্তিরা আপত্তিকর অবস্থায় ধরে। মেয়ের পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ছেলেপক্ষের উপস্থিতিতে দুই পক্ষের সম্মতিক্রমে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়েছে। তবে স্থানীয়দের উপস্থিতিতে দুই পক্ষের কোনো অভিযোগ ছিল না।’
ময়মনসিংহের নান্দাইলে বিধবার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়া এক কিশোরকে এক দিন আটকে রেখে ১৮ লাখ টাকা দেনমোহরে বিধবার সঙ্গে বিয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার (৯ জুন) মধ্যরাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বেতাগৈর গ্রামে মোমিন মিয়ার ছেলের (১৭) সঙ্গে তিন মাস আগে মোয়াজ্জেমপুর গ্রামের মোতালেব মিয়ার বিধবা কন্যা ও এক সন্তানের জননী সীমা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার সন্ধ্যায় বিধবা সীমা আক্তারের বাড়িতে গোপনে দেখা করতে আসে কিশোর মাছুম মিয়া। খবর পেয়ে স্থানীয় কয়েক যুবক রাত ৮টার দিকে সীমা আক্তার ও মাছুম মিয়াকে এক ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।
পরে রাতভর ঘরে আটকে রেখে গতকাল সারা দিন ঘটনাটি ধামাচাপা দেওয়া চেষ্টা করে। গতকাল দিবাগত মধ্যরাতে দুই শতাধিক এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির উপস্থিতিতে বিধবা নারীর সঙ্গে ১৮ লাখ টাকা দেনমোহর দিয়ে ওই কিশোরের বিয়ে সম্পন্ন হয়। রাতেই কিশোরের সঙ্গে বিধবা নারীকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
এদিকে কিশোরের সঙ্গে ১৮ লাখ টাকা দেনমোহরের বিষয়টি কিশোরের পরিবার কোনো কিছুতেই মানতে পারছে না। তাদের অভিযোগ, ছেলেটিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা নেবে।
জানতে চাইলে কিশোরের বাবা মোমিন মিয়া মোবাইল ফোনে বলেন, ‘আমার ছেলেটিকে কৌশলে মেয়েটি তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গেলে স্থানীয়দের মাধ্যমে এক দিন আটক রেখে ১৮ লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে দিয়েছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমাকে না জানিয়ে বিয়ে দিয়েছে। আমি আদালতে মামলা করব।’
জানতে চাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মোবাইল ফোনে বলেন, ‘ছেলেটিকে বিধবা নারীর সঙ্গে স্থানীয় ব্যক্তিরা আপত্তিকর অবস্থায় ধরে। মেয়ের পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ছেলেপক্ষের উপস্থিতিতে দুই পক্ষের সম্মতিক্রমে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়েছে। তবে স্থানীয়দের উপস্থিতিতে দুই পক্ষের কোনো অভিযোগ ছিল না।’
পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা শেষে বাইরে আসার পর এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তে নেমেছে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। আজ বৃহস্পতিবার জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল কবির ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন
১১ মিনিট আগেরাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে আজ বৃহস্পতিবার ভোররাতে এক তরুণীর কাছ থেকে চাপাতি ঠেকিয়ে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১৩ মিনিট আগেদ্রুত সময়ের মধ্যে মোহাম্মদপুর হাইক্কার খালের সব অবৈধ স্থাপনা ও ভবন উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-০৫-এর বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে এসব কথা জানান তিনি।
১৭ মিনিট আগে