নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, ‘ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা সকাল ৯টার দিকে শুনতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। বিদ্যালয়ের কিছু বেঞ্চ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’
ময়মনসিংহের নান্দাইলের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, ‘ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা সকাল ৯টার দিকে শুনতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। বিদ্যালয়ের কিছু বেঞ্চ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।’
তখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
১১ মিনিট আগে২০২৫ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের পর সারাদেশে যে ছাত্রআন্দোলন গড়ে ওঠে, তার ঢেউ লাগে সাতক্ষীরাতেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হুমকি-ধামকি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল করতেন।
২৩ মিনিট আগেমসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
৪০ মিনিট আগেঅপরাধবিষয়ক সাংবাদিকতার কারণে আমাকে মাঝেমধ্যে হতাহতদের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যেতে হয়। তবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় এ কাজটি করার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। আহতদের আর্তচিৎকার এবং স্বজন বা আন্দোলনের সহকর্মীদের আহাজারির মধ্যে নিজেকে স্বাভাবিক রেখে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হয়েছে।
২ ঘণ্টা আগে