Ajker Patrika

নেত্রকোনায় নদ-নদীর পানি কমছে

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০: ০৮
নেত্রকোনায় নদ-নদীর পানি কমছে

বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার কলমাকান্দার উব্দাখালী নদীর পানি সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ-নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পায়। 

এদিকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোলরুম। 

গতকাল সোমবার বিকেল থেকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত জেলার কোথায়ও বৃষ্টিপাত হয়নি। এতে জেলার সব কটি নদ-নদীর পানি কমেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে থেকেও পানি নেমে যেতে শুরু করেছে। আজ সারা দিন রোদ থাকায় রাস্তাঘাট ও বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানিও কমতে দেখা গেছে। 

নেত্রকোনায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ছবি: আজকের পত্রিকাএ ছাড়া জেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই, গণেশ্বরী, সোমেশ্বরী, কংস, ধনুসহ অন্যান্য নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে বইছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার কোথায়ও বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। এর মধ্যে উব্দাখালী নদীর পানি আজ (মঙ্গলবার) সকাল ৬টা ও ৯টায় বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সন্ধ্যা ৬টায় ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে পাউব। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান আজকের পত্রিকা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না থাকলে পানি কমবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত