Ajker Patrika

নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১০: ৪০
নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদির ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নান্দাইল-দেওয়ানগঞ্জ রোডের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের পাশে এ ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আব্দুল কাদির ভূঁইয়া আচারগাঁও ইউনিয়নের চাঁনপুর ভূঁইয়াবাড়ির আব্দুল গফুর ভূঁইয়ার ছেলে। 

নিহতের ভাতিজা মাহবুব আলম ভূঁইয়া শাওন বলেন, চাচা শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়ি চাঁনপুর থেকে সাইকেল চালিয়ে নান্দাইল বাজারের দিকে যাচ্ছিলেন। সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের পাশে আসতেই দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয় সাইকেলটিকে। এতে তিনি সড়কেই পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত