Ajker Patrika

নান্দাইলে বৃষ্টিতে সড়ক ভেঙে দুর্ভোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৪: ৫৫
নান্দাইলে বৃষ্টিতে সড়ক ভেঙে দুর্ভোগ

টানা দুই দিনের বৃষ্টির পানিতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।

সোমবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের বিশাল অংশ ভেঙে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্তের। এতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে বিভিন্ন যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠছেন যাত্রীরা। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রাস্তাটির এমন অনেক জায়গায়ই ভাঙনের সৃষ্টি হয়েছে।

অটোরিকশাচালক মো. সুজন মিয়া বলেন, ‘দুই পাশের মাটি সরে সড়ক ধসে গেছে। আমরা বেকায়দায় পড়েছি। অটো নিয়ে এদিকেও যেতে পারি না অন্য দিকেও যেতে পারি না। এতে আয়-রোজগার কমে গেছে।’ 

স্থানীয় রাজাপুর দাখিল মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন জায়গায় ধসে গর্ত সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি করছি। 

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে হোসেনপুর সড়কের ১০-১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। খুব দ্রুত দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত