Ajker Patrika

করোনা ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ১৭ জনের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১২ জুলাই ২০২১, ১২: ৫৩
করোনা ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এ নিয়ে মেডিকেলের করোনা ইউনিটে করোনায় ২১২ জন এবং উপসর্গ নিয়ে ৭৬৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ করোনা ইউনিটে মোট ৪১৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৯১ জন। 

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ। 

ডা. মো. নজরুল ইসলাম  আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের দুজনসহ করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০২ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত