Ajker Patrika

ফুলবাড়িয়ায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় এক ব্যক্তি নিহত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
ফুলবাড়িয়ায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের হামলায় এক ব্যক্তি নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় ইদ্রিস আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামের এই ঘটনায় রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত ইদ্রিস আলী উপজেলার রঘুনাথপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

গতকাল রোববার সকালে রঘুনাথপুর ব্রিজ সংলগ্ন জমিতে ঘর উত্তোলন করার সময় ইদ্রিস আলীর সঙ্গে চাচাতো ভাই শাহজাহানদের ঝগড়া হয়। একপর্যায়ে ইদ্রিস আলীর মাথায় শাবল দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরে ইদ্রিস আলী মারা যান।

এ ঘটনায় গতকাল রোববার নিহতের ভাবি শেফালি খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহা. ফেরদৌস আলম আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিরা পলাতক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প-মোদির বন্ধুত্বের বার্তা, ওয়াশিংটন-দিল্লি বরফ গলছে কি

জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত