Ajker Patrika

ময়মনসিংহ বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ২১১ জন পরীক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ২১১ জন পরীক্ষার্থী

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর প্রথমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।

জানা যায়, এবার বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার ৮৭টি কেন্দ্রে ২৮১টি প্রতিষ্ঠানের ৭০ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাঁদের মধ্যে ৩৪ হাজার ৬৩০ জন ছাত্র এবং ৩৬ হাজার ৩১১ জন ছাত্রী রয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ময়মনসিংহে আর সবচেয়ে কম শেরপুর জেলায়। 

প্রথম দিন সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং বিকেলে লঘু সংগীত প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের চার জেলায় প্রথম দিনের পরীক্ষায় ২১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান পানির ব্যবস্থা করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের বসানো হয়েছে।

ময়মনসিংহ শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ৮ হাজার ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন, জামালপুর জেলার ২ হাজার ৫৮৫ জনের মধ্যে ৫৫ জন, শেরপুর জেলায় ১ হাজার ৬৩৪ জনের মধ্যে ৪১ জন এবং নেত্রকোনা জেলায় ৮৮৭ জনের মধ্যে ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কাউকে বহিষ্কার করা হয়নি। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, আজ সকালে কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি। বিভাগে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত