গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কের গাগলার মোড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় একজন এবং দুপুরে আরেকজন মারা গেছেন। এ সময় আরও পাঁচ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন মোটর মেকানিক উজ্জ্বল মিয়া (৪৫) ও অচিন্ত্যপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৬৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল এক আত্মীয়ের জন্য মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে মোটরসাইকেলে করে আরও তিনজনসহ পাত্রী দেখতে যাচ্ছিলেন উজ্জ্বল মিয়া। এ সময় গাগলা মোড়ের কাছে শাহগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই উজ্জ্বল মিয়া মারা যান। তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন ও অটোরিকশায় থাকা চালকসহ আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল।
অপর আহত লাল মিয়ার পায়ের হাড় গুরুতরভাবে ভেঙে যাওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যান তিনি।
অচিন্ত্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত উজ্জ্বল মিয়া অচিন্ত্যপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।’
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরপা বলেন, ‘দুর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে বাকি গুরুতর আহত পাঁচজনকে মমেক হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘গতকাল মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই উজ্জ্বল মিয়া নামে একজন নিহত হয়েছিলেন। এ সময় আরও ছয়জন আহত হন। আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু খবর পেয়েছি।’
ময়মনসিংহের গৌরীপুর-শাহগঞ্জ সড়কের গাগলার মোড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় একজন এবং দুপুরে আরেকজন মারা গেছেন। এ সময় আরও পাঁচ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন মোটর মেকানিক উজ্জ্বল মিয়া (৪৫) ও অচিন্ত্যপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৬৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল এক আত্মীয়ের জন্য মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামে মোটরসাইকেলে করে আরও তিনজনসহ পাত্রী দেখতে যাচ্ছিলেন উজ্জ্বল মিয়া। এ সময় গাগলা মোড়ের কাছে শাহগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই উজ্জ্বল মিয়া মারা যান। তাঁর সঙ্গে থাকা অন্য তিনজন ও অটোরিকশায় থাকা চালকসহ আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল।
অপর আহত লাল মিয়ার পায়ের হাড় গুরুতরভাবে ভেঙে যাওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যান তিনি।
অচিন্ত্যপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত উজ্জ্বল মিয়া অচিন্ত্যপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।’
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরপা বলেন, ‘দুর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে বাকি গুরুতর আহত পাঁচজনকে মমেক হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘গতকাল মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই উজ্জ্বল মিয়া নামে একজন নিহত হয়েছিলেন। এ সময় আরও ছয়জন আহত হন। আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু খবর পেয়েছি।’
বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) জায়গা থেকে আওয়ামী লীগের কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
১৪ মিনিট আগেফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)।
১৭ মিনিট আগেমৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে নারী, শিশুসহ আরও ৩০ জনকে পুশ ইন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গানদাইল সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করে। এ সময় বিজিবি তাঁদের আটক
২৫ মিনিট আগে