Ajker Patrika

ব্যবসার কাজ পাইয়ে দিতে ভালুকার বিএনপির নেতার বিরুদ্ধে সুপারিশের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
ব্যবসার কাজ পাইয়ে দিতে ভালুকার বিএনপির নেতার বিরুদ্ধে সুপারিশের অভিযোগ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুর বিরুদ্ধে কাজ পাইয়ে দিতে সুপারিশের অভিযোগ উঠেছে। ভালুকায় প্রতিষ্ঠিত এলজি-বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের জুট ব্যবসার কাজ নিজ দলের নেতা-কর্মীদের পাইয়ে দিতে সুপারিশ করার অভিযোগ করা হয়। 

এ নিয়ে গতকাল রোববার রাত পৌনে ১টার দিকে কেন্দ্রীয় বিএনপির ফেসবুক পেইজে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাচ্চুকে বহিষ্কার আদেশ দেওয়া হয়। তবে এ সংক্রান্ত চিঠি জেলা বিএনপি ও অভিযুক্ত বাচ্চু কারও হাতে আসেনি। 

ফেসবুকে পোস্ট করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

তবে বিএনপির একটি সূত্র জানায়, গত ২৭ আগস্ট ভালুকা উপজেলার কাঠালী এলাকায় এলজি-বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের কাজ পাইয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রে সুপারিশ করেছিলেন ফখরুদ্দিন আহমেদ। ওই আবেদনে প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন, পরিবহন এবং ওয়েস্ট ডিজপোজাল কাজ ভালুকা এন্টারপ্রাইজকে দেওয়ার জন্য সুপারিশ করা হয়। ফখরুদ্দিন আহমেদ ওই কোম্পানিকে দেওয়া সুপারিশে লিখেছেন উল্লেখিত (ভালুকা এন্টারপ্রাইজ) প্রতিষ্ঠানের অনুকূলে ব্যবসা পরিচালনার কার্যাদেশ প্রদানের জন্য সুপারিশ করা হইল। 

এই বিষয়ে ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু বলেন, ‘গত ৫ আগস্টের পর একটি শিল্প প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন আমার সঙ্গে কথা বললে আমি দুই পক্ষ নিয়ে আলোচনার মাধ্যমে একটি আবেদনপত্রে সুপারিশ করেছি। এ ঘটনায় আমাকে বহিষ্কার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি। তা ছাড়া এ নিয়ে কেন্দ্রীয় বিএনপির কেউ আমার কাছে জানতে চায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত