Ajker Patrika

ফুলপুরের ১০টি ইউনিয়নে ৫৯৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৪: ২৮
ফুলপুরের ১০টি ইউনিয়নে ৫৯৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

ময়মনসিংহের ফুলপুরের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জনসহ মোট ৫৯৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে ১২০ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন রয়েছেন। 

জানা যায়, চেয়ারম্যান পদে ছনধরা ইউনিয়নে চারজন, রামভদ্রপুরে পাঁচজন, ভাইকান্দিতে ছয়জন, সিংহেশ্বরে পাঁচজন, ফুলপুরে ছয়জন, পয়ারীতে সাতজন, রহিমগঞ্জে চারজন, রূপসীতে ছয়জন, বালিয়ায় ছয়জন এবং বওলায় সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আখতার খাতুন বলেন, উপজেলার ১০ ইউনিয়নের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সব ইউনিয়নেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯  জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারে ১৩  জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ  ১৪ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত