নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। তাঁদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল রোববার রাত ৩টার দিকে জেলার কলমাকান্দা ও মোহনগঞ্জে নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন কলমাকান্দা উপজেলার অনিল দাস (৪৫) ও মোহনগঞ্জ উপজেলার দুলাল তালুকদার (৬০)। তবে কলমাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক জেলের লাশ সকালে উদ্ধার করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে কলমাকান্দার সোনাডুবি হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান সাত-আটজন জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও আব্দুল কুদ্দুস ও অনিল দাস নামে দুই জেলে নিখোঁজ হন। পরে সকালে আব্দুল কুদ্দুসের লাশ স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ সোমবার দুপুর দেড়টা পর্যন্ত অনিল দাসকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে রাতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন দুলাল তালুকদার নামের এক জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেলে নৌকায় থাকা দুজনের মধ্যে একজন সাঁতরে তীরে ওঠেন। আর দুলাল তালুকদার পানিতে ডুবে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ অনিল দাসের খোঁজে চেষ্টা চলছে। উদ্ধারের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, দুলাল তালুকদারকে খুঁজতে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। এদিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো এসে পৌঁছায়নি।
নেত্রকোনায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে। তাঁদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল রোববার রাত ৩টার দিকে জেলার কলমাকান্দা ও মোহনগঞ্জে নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন কলমাকান্দা উপজেলার অনিল দাস (৪৫) ও মোহনগঞ্জ উপজেলার দুলাল তালুকদার (৬০)। তবে কলমাকান্দা উপজেলার আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক জেলের লাশ সকালে উদ্ধার করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে কলমাকান্দার সোনাডুবি হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান সাত-আটজন জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও আব্দুল কুদ্দুস ও অনিল দাস নামে দুই জেলে নিখোঁজ হন। পরে সকালে আব্দুল কুদ্দুসের লাশ স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ সোমবার দুপুর দেড়টা পর্যন্ত অনিল দাসকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে রাতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন দুলাল তালুকদার নামের এক জেলে। রাত ৩টার দিকে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেলে নৌকায় থাকা দুজনের মধ্যে একজন সাঁতরে তীরে ওঠেন। আর দুলাল তালুকদার পানিতে ডুবে নিখোঁজ হন। তাঁকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, নৌকাডুবির ঘটনায় এক জেলের লাশ সকালে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ অনিল দাসের খোঁজে চেষ্টা চলছে। উদ্ধারের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, দুলাল তালুকদারকে খুঁজতে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন। এদিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এখনো এসে পৌঁছায়নি।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
২ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে