ময়মনসিংহ প্রতিনিধি
প্রেমের টানে সুদূর তুরস্ক থেকে বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছায় ছুটে এসেছেন আয়েশা ওজতেকিন নামে এক তরুণী। তাঁকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে আশপাশের লোকজন। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশি যুবক হুমায়ুন কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
জানা গেছে, হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে। হুমায়ুন কবির ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান। ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ঘটে মনের লেনদেন।
এ বিষয়ে আয়েশা ওজতেকিন বলেন, ‘আমার বাবা এই সম্পর্কে রাজি ছিলেন না। কিন্তু ও (হুমায়ুন) আমার অনেক কেয়ার করে। তাঁর গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।’
হুমায়ুন কবির বলেন, ‘ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না, তাই সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেসও ওর খুব পছন্দ।’
হুমায়ুন আরও বলেন, ‘অন্য দেশের বা অন্য কালচারের কারও সঙ্গে প্রেম বা বিয়ের প্ল্যান সাধারণত আমাদের সেভাবে থাকে না। বিষয়টা ঝুঁকিপূর্ণও। আমাদের বিয়ের ক্ষেত্রে ও-ই এগিয়ে এসেছে। ও হয়তো দুই স্টেপ সামনে এগিয়েছে তো আমিও এগিয়েছি এক স্টেপ, এভাবেই আমাদের এক হওয়া।’
এ বিষয়ে হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, ‘এরই মধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছে। তারা যদি সংসারজীবনে সুখী হয়। তাহলে আমরা খুশি থাকব।’
প্রেমের টানে সুদূর তুরস্ক থেকে বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছায় ছুটে এসেছেন আয়েশা ওজতেকিন নামে এক তরুণী। তাঁকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে আশপাশের লোকজন। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশি যুবক হুমায়ুন কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
জানা গেছে, হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে। হুমায়ুন কবির ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান। ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ঘটে মনের লেনদেন।
এ বিষয়ে আয়েশা ওজতেকিন বলেন, ‘আমার বাবা এই সম্পর্কে রাজি ছিলেন না। কিন্তু ও (হুমায়ুন) আমার অনেক কেয়ার করে। তাঁর গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।’
হুমায়ুন কবির বলেন, ‘ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না, তাই সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেসও ওর খুব পছন্দ।’
হুমায়ুন আরও বলেন, ‘অন্য দেশের বা অন্য কালচারের কারও সঙ্গে প্রেম বা বিয়ের প্ল্যান সাধারণত আমাদের সেভাবে থাকে না। বিষয়টা ঝুঁকিপূর্ণও। আমাদের বিয়ের ক্ষেত্রে ও-ই এগিয়ে এসেছে। ও হয়তো দুই স্টেপ সামনে এগিয়েছে তো আমিও এগিয়েছি এক স্টেপ, এভাবেই আমাদের এক হওয়া।’
এ বিষয়ে হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, ‘এরই মধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছে। তারা যদি সংসারজীবনে সুখী হয়। তাহলে আমরা খুশি থাকব।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২১ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে