Ajker Patrika

প্রেমের টানে ময়মনসিংহে এল তুর্কি তরুণী, বিয়ে সম্পন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২২: ১২
প্রেমের টানে ময়মনসিংহে এল তুর্কি তরুণী, বিয়ে সম্পন্ন

প্রেমের টানে সুদূর তুরস্ক থেকে বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছায় ছুটে এসেছেন আয়েশা ওজতেকিন নামে এক তরুণী। তাঁকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে আশপাশের লোকজন। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশি যুবক হুমায়ুন কবিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 

জানা গেছে, হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে। হুমায়ুন কবির ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান। ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ঘটে মনের লেনদেন। 

প্রেমের টানে বাংলাদেশে তুরস্কের আয়েশা ওজতেকিনএ বিষয়ে আয়েশা ওজতেকিন বলেন, ‘আমার বাবা এই সম্পর্কে রাজি ছিলেন না। কিন্তু ও (হুমায়ুন) আমার অনেক কেয়ার করে। তাঁর গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।’ 

হুমায়ুন কবির বলেন, ‘ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না, তাই সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেসও ওর খুব পছন্দ।’ 

আজ শুক্রবার তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হনহুমায়ুন আরও বলেন, ‘অন্য দেশের বা অন্য কালচারের কারও সঙ্গে প্রেম বা বিয়ের প্ল্যান সাধারণত আমাদের সেভাবে থাকে না। বিষয়টা ঝুঁকিপূর্ণও। আমাদের বিয়ের ক্ষেত্রে ও-ই এগিয়ে এসেছে। ও হয়তো দুই স্টেপ সামনে এগিয়েছে তো আমিও এগিয়েছি এক স্টেপ, এভাবেই আমাদের এক হওয়া।’ 

এ বিষয়ে হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, ‘এরই মধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছে। তারা যদি সংসারজীবনে সুখী হয়। তাহলে আমরা খুশি থাকব।’    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত