Ajker Patrika

নেত্রকোনায় মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭: ৫২
নেত্রকোনায় মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

নেত্রকোনায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডিবির অভিযানে বারহাট্টা উপজেলার স্বল্পদশাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদরের ঠাকুরাকোনা এলাকার মো. হৃদয় মিয়া (২৭), সুসং ধূবাহালা গ্রামের মো. আরিফ শেখ (২৩), বারহাট্টা উপজেলার পূর্ব আজমপুর গ্রামের মো. জুনায়েদ (২৩), গোপালপুর এলাকার মো. নাঈম মিয়া (২০) ও মো. দানিয়াল শেখ।

নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গোপন সংবাদে ডিবি পুলিশের দলটি গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে নাঈম মিয়া, শামীম মিয়া ও আরিফ শেখকে আটক করে।

এ সময় নাঈম মিয়ার কাছ থেকে একটি চোরাই অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ও আরিফ শেখের কাছ থেকে একটি সুজুকি ১৫৫ সিসি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে তাঁদের অপর দুই সঙ্গী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে অপর দুজনকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন।

অভিযান পরিচালনাকারী ডিবির ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, তাঁরা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। আটক ব্যক্তিরা একে অপরের সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করতেন। তাঁদের বিষয়ে অনেক দিন ধরে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। অবশেষে গতকাল তাঁদের আটক করা হয়। এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের এ চক্রে আর কতজন সদস্য আছেন এবং তাঁদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত