Ajker Patrika

জমির বিরোধে রাজস্ব কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ২৮
জমির বিরোধে রাজস্ব কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ 

জমি নিয়ে বিরোধে ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হক রিয়াদকে (৩১) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রুবিনা ইয়াসমিন। 

ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে কেশবপুর চেচুয়া বাজার হাজী মার্কেটের সামনে। 

রিয়াজুল হক ৩৫তম বিসিএস নন–ক্যাডার থেকে জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ পান। তিনি উপজেলার দুল্লা ইউনিয়নের চণ্ডীমণ্ডপ গ্রামের মৃত শামসুল হকের ছেলে। 

অভিযোগ সূত্র জানা যায়, বাদী রুবিনা ইয়াসমিন বিবাদী বিল্লাল হোসেন (৫৫) ও তাঁর ছেলে মো. নাহিদ (২৮) একই এলাকার বাসিন্দা। বিল্লাল ও তাঁর ছেলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। নাহিদ ধর্ষণচেষ্টা মামলার আসামি। ২০১৬ সালে তাঁর (বাদী) স্বামী মারা যান। এর পর থেকে বিল্লাল হোসেন তাঁর জমি দখলের চেষ্টা করে আসছেন। 

ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধে কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তাঁর লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, ‘আমার মাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে রিসিভ না করায় তাঁদের বক্তব্য জানা যায়নি। 

মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত