ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে। ২৪ ঘণ্টা পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খোলা হয়েছে কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা। তবে সিন্ডিকেট মিটিংয়ে দাবি আদায়ের চূড়ান্ত সিদ্ধান্তের আশায় আপাতত বন্ধ রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। আজই সিন্ডিকেট মিটিং হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ ঘণ্টার আলোচনায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আশ্বাস দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করেন। আজ বুধবার যে কোনো সময় সিন্ডিকেট মিটিং হওয়ার কথা রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এ এইচ এম হিমেল বলেন, আজ বুধবার সিন্ডিকেট সভা ডেকে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার এবং আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা রয়েছে, যার কারণে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে একক কম্বাইন্ড ডিগ্রির দাবির ব্যাপারে যদি সুরাহা না হয়, তাহলে আন্দোলন আবারও শুরু হবে। আমরা এখন সিন্ডিকেট মিটিংয়ের দিকে তাকিয়ে আছি। আমরা চাই সিন্ডিকেট মিটিংয়ে একক ডিগ্রি, বহিরাগতের শাস্তি নিশ্চিত, আন্দোলনরত শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় তার নিশ্চয়তা।
আন্দোলন স্থগিত থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও দুই দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম। বুধবার সকাল সোয়া ১০টার দিকে প্রশাসনিক কার্যালয়ে এসেছেন উপাচার্য। দুপুর সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দিলে স্বাভাবিক হয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘সিন্ডিকেট মিটিংয়ের আগে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আরেকটু বসে কথা বলতে চাইছি। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের বিষয়গুলো আগে স্পষ্ট হলে মিটিংয়ে কথা বলতে সুবিধা হবে। তবে সিন্ডিকেট মিটিং আজকেই হবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে। ২৪ ঘণ্টা পর আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খোলা হয়েছে কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা। তবে সিন্ডিকেট মিটিংয়ে দাবি আদায়ের চূড়ান্ত সিদ্ধান্তের আশায় আপাতত বন্ধ রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। আজই সিন্ডিকেট মিটিং হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ ঘণ্টার আলোচনায় হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আশ্বাস দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করেন। আজ বুধবার যে কোনো সময় সিন্ডিকেট মিটিং হওয়ার কথা রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এ এইচ এম হিমেল বলেন, আজ বুধবার সিন্ডিকেট সভা ডেকে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার এবং আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা রয়েছে, যার কারণে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। তবে একক কম্বাইন্ড ডিগ্রির দাবির ব্যাপারে যদি সুরাহা না হয়, তাহলে আন্দোলন আবারও শুরু হবে। আমরা এখন সিন্ডিকেট মিটিংয়ের দিকে তাকিয়ে আছি। আমরা চাই সিন্ডিকেট মিটিংয়ে একক ডিগ্রি, বহিরাগতের শাস্তি নিশ্চিত, আন্দোলনরত শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় তার নিশ্চয়তা।
আন্দোলন স্থগিত থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও দুই দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম। বুধবার সকাল সোয়া ১০টার দিকে প্রশাসনিক কার্যালয়ে এসেছেন উপাচার্য। দুপুর সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দিলে স্বাভাবিক হয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘সিন্ডিকেট মিটিংয়ের আগে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আরেকটু বসে কথা বলতে চাইছি। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের বিষয়গুলো আগে স্পষ্ট হলে মিটিংয়ে কথা বলতে সুবিধা হবে। তবে সিন্ডিকেট মিটিং আজকেই হবে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগে