ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।
ভবনের অন্য বাসিন্দারা জানান, ওই চারজনের সঙ্গে দুটি শিশুও ছিল। তারা ভুয়া পরিচয় ব্যবহার করে কিছুদিন ধরে ‘এ’ ব্লক ফ্ল্যাটে বসবাস করছিল।
অভিযানকালে এই বিষয়ে র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে রাত পৌনে ২টার দিকে গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন র্যাবের বিপুলসংখ্যক সদস্য। অভিযানকারী দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতর ঢুকে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটকদের কাছ থেকে টাকা ছাড়াও আর কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।
ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।
ভবনের অন্য বাসিন্দারা জানান, ওই চারজনের সঙ্গে দুটি শিশুও ছিল। তারা ভুয়া পরিচয় ব্যবহার করে কিছুদিন ধরে ‘এ’ ব্লক ফ্ল্যাটে বসবাস করছিল।
অভিযানকালে এই বিষয়ে র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে রাত পৌনে ২টার দিকে গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন র্যাবের বিপুলসংখ্যক সদস্য। অভিযানকারী দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতর ঢুকে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটকদের কাছ থেকে টাকা ছাড়াও আর কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।
বগুড়ায় যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আদালতে হাজির করার সময় ডিম ছুড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা। পরে একটি হত্যা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ রোববার বিকেল ৪টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেবিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল।
২০ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত এক মানববন্ধনে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা দুর্ব্যবহারের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজ রোববার ভুক্তভোগী সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল ...
১ ঘণ্টা আগে