হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে চোখে ছানি পড়া রোগীদের বিনা মূল্যে অপারেশন করার উদ্যোগ গ্রহণ করেছে ‘ওমর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডিএস আলিম মাদ্রাসা মাঠে এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলার এই সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা আলহাজ সালমান ওমর রুবেল। তিনি প্রায় ৯ বছর ধরে বিনা মূল্যে গরিব অসহায় রোগীদের চোখে আলো জ্বালাতে কাজ করে যাচ্ছেন। ২০১২ সাল থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি এ পর্যন্ত উপজেলার ৪ হাজার অসহায় গরিব মানুষকে বিনা মূল্যে চোখে ছানি অপারেশন, ৮০০ মানুষের নালি অপারেশন, ১২ হাজার মানুষকে বিনা মূল্যে চোখের চশমা, ২০ হাজার মানুষকে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ব্যবস্থাপনাপত্রসহ ওষুধ প্রদান করেছেন। তার এই ধারাবাহিকতায় আজ শুধু ছানিপড়া রোগীদের এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে বিনা মূল্যে ছানি অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা আরও জানান, উপজেলার যতজন রোগীই হোক না কেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনা মূল্যে অপারেশন করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হবে।
জানতে চাইলে এ বিষয়ে সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান ওমর রুবেল বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন মানুষের সেবা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করি।’
উল্লেখ, করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ধাপে হালুয়াঘাট-ধোবাউড়ায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় হাজার হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়ে আলোচনায় আসেন সালমান ওমর রুবেল। এ ছাড়াও দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা, হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ, ঢেউটিন প্রদানের জন্য দানবীর হিসেবে এলাকায় সুখ্যাতি রয়েছে তাঁর।
ময়মনসিংহের হালুয়াঘাটে চোখে ছানি পড়া রোগীদের বিনা মূল্যে অপারেশন করার উদ্যোগ গ্রহণ করেছে ‘ওমর ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডিএস আলিম মাদ্রাসা মাঠে এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলার এই সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা আলহাজ সালমান ওমর রুবেল। তিনি প্রায় ৯ বছর ধরে বিনা মূল্যে গরিব অসহায় রোগীদের চোখে আলো জ্বালাতে কাজ করে যাচ্ছেন। ২০১২ সাল থেকে যাত্রা শুরু করা এই সংগঠনটি এ পর্যন্ত উপজেলার ৪ হাজার অসহায় গরিব মানুষকে বিনা মূল্যে চোখে ছানি অপারেশন, ৮০০ মানুষের নালি অপারেশন, ১২ হাজার মানুষকে বিনা মূল্যে চোখের চশমা, ২০ হাজার মানুষকে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ব্যবস্থাপনাপত্রসহ ওষুধ প্রদান করেছেন। তার এই ধারাবাহিকতায় আজ শুধু ছানিপড়া রোগীদের এই চক্ষু ক্যাম্পের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে বিনা মূল্যে ছানি অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা আরও জানান, উপজেলার যতজন রোগীই হোক না কেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা সম্পূর্ণ বিনা মূল্যে অপারেশন করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হবে।
জানতে চাইলে এ বিষয়ে সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সালমান ওমর রুবেল বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন মানুষের সেবা করা। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করি।’
উল্লেখ, করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ধাপে হালুয়াঘাট-ধোবাউড়ায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় হাজার হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়ে আলোচনায় আসেন সালমান ওমর রুবেল। এ ছাড়াও দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা, হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ, ঢেউটিন প্রদানের জন্য দানবীর হিসেবে এলাকায় সুখ্যাতি রয়েছে তাঁর।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১৩ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১৫ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২৪ মিনিট আগে