Ajker Patrika

জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদুল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৯: ৫৯
জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের চূড়ান্ত বিজয় দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শহীদুল ইসলাম জয়নাল (৪০)। গতকাল সোমবার বিকেলে যাত্রাবাড়ী এলাকায় জনতার উল্লাস দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।

শহীদুল ইসলাম জয়নালের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। তিনি ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।

নিহত শহীদুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সেনাপ্রধানের ভাষণ শোনেন শহীদুল। পরে বাসার বাইরে জনতার উল্লাস দেখতে সড়কে বের হন। এ সময় বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী থানা আক্রমণ করে। তাতে পুলিশ গুলি চালালে সড়কে থাকা শহীদুল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে যাত্রাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিহত শহীদুল ইসলামের ছেলে এ কে এম লতিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলে, ‘এক অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাবাকে স্ট্রেচারে দেখতে পাই। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। বাবার মৃত্যুতে সংসারটা এলোমেলো হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত