ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও নয়জন। আজ সোমবার ঈশ্বরগঞ্জের শিমরাইল ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন–নাজমুল হুদা আনসারী (৩৬) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে। অপরজন ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে মৃত ডামেশ আলীর ছেলে ফজলু মিয়া (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাকচাপায় ফজলু মিয়া নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। এতে আহত হয়েছে আরও ছয়জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফজলু মিয়া উচাখিলা বাজারে মাছের ব্যবসা করতেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহগামী একটি ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
অন্যদিকে ভালুকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে মহাসড়কেই উল্টে গিয়ে তা দুমড়েমুচড়ে যায়। এতে নাজমুল আনসারী নামে এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন।
এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক ও অটোরিকশাটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও নয়জন। আজ সোমবার ঈশ্বরগঞ্জের শিমরাইল ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন–নাজমুল হুদা আনসারী (৩৬) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উটরা গ্রামের আবুল হোসেনের ছেলে। অপরজন ঈশ্বরগঞ্জ উপজেলার উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে মৃত ডামেশ আলীর ছেলে ফজলু মিয়া (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাকচাপায় ফজলু মিয়া নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হন। এতে আহত হয়েছে আরও ছয়জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফজলু মিয়া উচাখিলা বাজারে মাছের ব্যবসা করতেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ময়মনসিংহগামী একটি ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
অন্যদিকে ভালুকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে মহাসড়কেই উল্টে গিয়ে তা দুমড়েমুচড়ে যায়। এতে নাজমুল আনসারী নামে এক যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন।
এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক ও অটোরিকশাটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৩৭ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৩৯ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪০ মিনিট আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে