ময়মনসিংহ প্রতিনিধি
আবারও ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দাবি মেনে নেওয়া হলে বেলা ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর স্টেশনে আটকে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ২টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারী অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আউলিয়ানগর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। শহরে এখানকার অনেক শিক্ষার্থী গিয়ে পড়াশোনা করে। ট্রেনটি সকালে স্টেশনে থামলে এই এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ময়মনসিংহ শহরে গিয়ে কাজ শেষে একই ট্রেনে বিকেল ৪টার দিকে চলে আসতে পারত।
শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার জন্য ট্রেন স্টেশনে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বারবার বলার পরেও কর্তৃপক্ষ বিষয়টি নজরে না নেওয়ায় আন্দোলন করতে হচ্ছে। ট্রেনটি আগামী দুই মাসের মধ্যে স্টেশনে থামানোর ব্যবস্থার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি, এর ব্যত্যয় ঘটলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, সকালে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, ট্রেন অবরোধ করে আন্দোলন করায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আউলিয়ানগর স্টেশনে আগামী দুই মাসের মধ্যে ট্রেনটি থামানোর সিদ্ধান্ত হয়েছে।
এর আগে আউলিয়ারনগর রেলস্টেশনে লোকাল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে ৫ ও ১৫ সেপ্টেম্বর রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
আবারও ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দাবি মেনে নেওয়া হলে বেলা ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর স্টেশনে আটকে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ২টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারী অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আউলিয়ানগর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। শহরে এখানকার অনেক শিক্ষার্থী গিয়ে পড়াশোনা করে। ট্রেনটি সকালে স্টেশনে থামলে এই এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ময়মনসিংহ শহরে গিয়ে কাজ শেষে একই ট্রেনে বিকেল ৪টার দিকে চলে আসতে পারত।
শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার জন্য ট্রেন স্টেশনে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বারবার বলার পরেও কর্তৃপক্ষ বিষয়টি নজরে না নেওয়ায় আন্দোলন করতে হচ্ছে। ট্রেনটি আগামী দুই মাসের মধ্যে স্টেশনে থামানোর ব্যবস্থার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি, এর ব্যত্যয় ঘটলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, সকালে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, ট্রেন অবরোধ করে আন্দোলন করায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আউলিয়ানগর স্টেশনে আগামী দুই মাসের মধ্যে ট্রেনটি থামানোর সিদ্ধান্ত হয়েছে।
এর আগে আউলিয়ারনগর রেলস্টেশনে লোকাল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে ৫ ও ১৫ সেপ্টেম্বর রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
৪১ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে