নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে তৃতীয় বিয়ে করতে গিয়ে কনের বাড়িতে আটকা পড়েন বরসহ বরযাত্রী। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার হয় তারা। গত রোববার রাতে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মো. স্বপন মিয়া (২৭) তৃতীয় বিয়ে করতে যান সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে। গত রোববার বরযাত্রী যাওয়ার পর খাওয়া-দাওয়া শেষ হয়। পরে সন্ধ্যার দিকে কাজি বিয়ে পড়াতে গেলে বিপত্তি বাধে। বিয়ের আগমুহূর্তে কনে জানতে পারেন স্বপন মিয়া আগে আরও দুটি বিয়ে করেছেন। কিছুদিন সংসার করার পর তাঁর নির্যাতনে সেই দুই বউ চলে গেছেন। এ নিয়ে বিয়েবাড়িতে হট্টগোল সৃষ্টি হয়।
আরও জানা যায়, একপর্যায়ে কনের বাড়ি থেকে বর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কনের বাড়ির লোকজন বর স্বপন মিয়াসহ বরযাত্রীদের আটকে রেখে মারধর করে। এতে বরের অন্তঃসত্ত্বা বোন অসুস্থ হয়ে পড়েন। এ সময় কৌশলে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান তাঁরা। পরে নান্দাইল মডেল থানা–পুলিশ গিয়ে বরসহ অন্যদের উদ্ধার করে।
এ বিষয়ে বর স্বপন মিয়া বলেন, ‘আমি আগে আরও দুটি বিয়ে করেছিলাম। ঘটক হয়তো একটি বিয়ের কথা বলেছে। বিষয়টি শুনতে পেয়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাদের আটক করেছিলেন। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করি। কনেপক্ষের লোকজন বরপক্ষের লোকজনকে মারধর করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নান্দাইলে তৃতীয় বিয়ে করতে গিয়ে কনের বাড়িতে আটকা পড়েন বরসহ বরযাত্রী। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার হয় তারা। গত রোববার রাতে নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শেরপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মো. স্বপন মিয়া (২৭) তৃতীয় বিয়ে করতে যান সিংরইল ইউনিয়নের হরিপুর গ্রামে। গত রোববার বরযাত্রী যাওয়ার পর খাওয়া-দাওয়া শেষ হয়। পরে সন্ধ্যার দিকে কাজি বিয়ে পড়াতে গেলে বিপত্তি বাধে। বিয়ের আগমুহূর্তে কনে জানতে পারেন স্বপন মিয়া আগে আরও দুটি বিয়ে করেছেন। কিছুদিন সংসার করার পর তাঁর নির্যাতনে সেই দুই বউ চলে গেছেন। এ নিয়ে বিয়েবাড়িতে হট্টগোল সৃষ্টি হয়।
আরও জানা যায়, একপর্যায়ে কনের বাড়ি থেকে বর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কনের বাড়ির লোকজন বর স্বপন মিয়াসহ বরযাত্রীদের আটকে রেখে মারধর করে। এতে বরের অন্তঃসত্ত্বা বোন অসুস্থ হয়ে পড়েন। এ সময় কৌশলে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চান তাঁরা। পরে নান্দাইল মডেল থানা–পুলিশ গিয়ে বরসহ অন্যদের উদ্ধার করে।
এ বিষয়ে বর স্বপন মিয়া বলেন, ‘আমি আগে আরও দুটি বিয়ে করেছিলাম। ঘটক হয়তো একটি বিয়ের কথা বলেছে। বিষয়টি শুনতে পেয়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাদের আটক করেছিলেন। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করি। কনেপক্ষের লোকজন বরপক্ষের লোকজনকে মারধর করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
৫ মিনিট আগেশেখ হাসিনার পতনের আগের দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক হয়। ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে তাঁকে রক্ষার নানা কৌশল গ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তারা। বিশেষ করে ৫ আগস্ট সকালে শেখ হাসিনার পক্ষে মানববন্ধনের সিদ্ধান্তও হয়।
১২ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
৩৩ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
৩৫ মিনিট আগে