ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই জামালপুরের ইসলামপুর-ঝগড়ারচর পাকা সড়কের অর্ধশত পয়েন্টে প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে পানি জমে থই থই করছে। এ জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে উদ্যোগ ও আশ্বাসের কথা জানালেও কোনো সমাধান হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কে চলাচল করতে পথচারীদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে, জলাবদ্ধতা তাকায় সড়কের পিচ ও ইট ওঠে সৃষ্টি হচ্ছে খানাখন্দের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির অন্তত অর্ধশত পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মোড়, বটচর মোড়, পোড়ারচর দাখিল মাদ্রাসা ব্রিজের পশ্চিমপাশ, পেড়ারচর বাজার, পোড়ারচর মণ্ডলপাড়া বাজারের পশ্চিমপাশ, পোড়ারচর পূর্বপাড়া মোড়, টুংরাপাড়া মোড়, চন্দনপুর পশ্চিমপাড়া মোড়, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশ, চন্দনপুর পূর্বপাড়া মোড়, কড়ইতলা মোল্লা বাজারসহ অর্ধশত পয়েন্টে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে একদিকে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, অপরদিকে ইট ও পিচ ওঠে বড় ধরনের খানাখন্দের দেখা দিয়েছে। তবুও সড়কে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পোড়ারচর গ্রামের আপেল সরদার, সুজা মেম্বার ও হাবিজুর রহমান বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে অনেক কথা শোনা যায়। কিন্তু আমরা কাজের কাজ কিছুই দেখছি না। বিশেষ করে বাজার এলাকার সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
কড়ইতলা গ্রামের বাসিন্দা রব্বানী বাপ্পী বলেন, ‘সরকার সড়ক নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারের অবহেলায় তা যথাযথভাবে কাজে আসছে না। ঠিকাদার পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সড়কের নির্মাণকাজ শেষ করছে। এতে সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারীরা।’
গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে একদিকে চলাচলে মানুষ যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন, অন্যদিকে পানিতে ইট-সিমেন্ট ওঠে সড়কে খানাখন্দের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সৈয়দ ফিরোজুল আলম ফিরোজ জানান, সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ। কয়েক জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। যা অপ্রতুল।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, জলাবদ্ধতা প্রবণ সড়কগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।
সামান্য বৃষ্টিতেই জামালপুরের ইসলামপুর-ঝগড়ারচর পাকা সড়কের অর্ধশত পয়েন্টে প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে পানি জমে থই থই করছে। এ জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে উদ্যোগ ও আশ্বাসের কথা জানালেও কোনো সমাধান হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কে চলাচল করতে পথচারীদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে, জলাবদ্ধতা তাকায় সড়কের পিচ ও ইট ওঠে সৃষ্টি হচ্ছে খানাখন্দের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির অন্তত অর্ধশত পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মোড়, বটচর মোড়, পোড়ারচর দাখিল মাদ্রাসা ব্রিজের পশ্চিমপাশ, পেড়ারচর বাজার, পোড়ারচর মণ্ডলপাড়া বাজারের পশ্চিমপাশ, পোড়ারচর পূর্বপাড়া মোড়, টুংরাপাড়া মোড়, চন্দনপুর পশ্চিমপাড়া মোড়, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশ, চন্দনপুর পূর্বপাড়া মোড়, কড়ইতলা মোল্লা বাজারসহ অর্ধশত পয়েন্টে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে একদিকে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, অপরদিকে ইট ও পিচ ওঠে বড় ধরনের খানাখন্দের দেখা দিয়েছে। তবুও সড়কে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পোড়ারচর গ্রামের আপেল সরদার, সুজা মেম্বার ও হাবিজুর রহমান বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে অনেক কথা শোনা যায়। কিন্তু আমরা কাজের কাজ কিছুই দেখছি না। বিশেষ করে বাজার এলাকার সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
কড়ইতলা গ্রামের বাসিন্দা রব্বানী বাপ্পী বলেন, ‘সরকার সড়ক নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারের অবহেলায় তা যথাযথভাবে কাজে আসছে না। ঠিকাদার পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সড়কের নির্মাণকাজ শেষ করছে। এতে সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারীরা।’
গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে একদিকে চলাচলে মানুষ যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন, অন্যদিকে পানিতে ইট-সিমেন্ট ওঠে সড়কে খানাখন্দের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সৈয়দ ফিরোজুল আলম ফিরোজ জানান, সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ। কয়েক জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। যা অপ্রতুল।
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, জলাবদ্ধতা প্রবণ সড়কগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।
‘সম্প্রতি বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা-সংক্রান্ত অতি গোপনীয় বিষয় ফাঁসের সন্দেহ বা অভিযোগ নিয়ে বিভাগের দুই থেকে তিনজন শিক্ষক ছাড়া অধিকাংশ শিক্ষক পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে কাজ করছেন না। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি সমাধান হলে তারপর হয়তো তাঁরা কাজ শুরু করবেন।’
৭ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে ডুবে আমেনা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
১৫ মিনিট আগেহালিশহরে খোলা নালায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সব নালা ঢেকে দেওয়া সম্ভব নয়। কিছু নালা সার্ভিস লাইন হিসেবে খোলা রাখতে হয়। তবে পাশে নিরাপত্তাব্যবস্থা ও স্ল্যাব বসানো থাকে। যেখানে গার্মেন্টস নিজস্ব উদ্যোগে নালার কাজ করেছে, সেটি আমাদের নয়।
১৭ মিনিট আগে