নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল মিলের কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন শ্রমিক ইকবাল হোসেন (২৫) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু হলো।
গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার ভোরে ইকবালের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
ইকবালের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। তাঁর বাবার নাম মো. খাইরুল ইসলাম। তিনি অন্য চার শ্রমিকের সঙ্গে সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকতেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ইকবালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
আজ সকালে বরুয়াজানি গ্রামে গেলে কথা হয় ইকবালের বাবা খাইরুল ইসলামের সঙ্গে। তিনি কেঁদে কেঁদে বলছেন, ‘আশা করছিলাম পুলাডা আমার বেঁচে বাড়ি ফিরবে। কপালডা আমার সহিলো না। পুলাডা আমার লাশ হয়েই বাড়িতে আইলো। আমি মনে করছিলাম সবার শরীল বেশি পুড়ছে, তাই তারা মইরা গেছে। আমার বাজান তো কম পুড়ছিল। গ্যাসের আগুন আমার পুলারেও আমার কাছ থেকে কাইড়া নিয়া গেল। তুমরা আমার বাজানরে মাফ কইরা দিও গো।’
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘দগ্ধ হওয়া পাঁচজনের চারজনই আমার ইউনিয়নের বাসিন্দা ছিল। এর মাঝে সবাই মারা গেল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি যত দূর পারি পরিষদের পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করব।’
এর আগে, গত ১৪ অক্টোবর ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে ইকবাল হোসেন, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, জাকারিয়া ও শরিফুল ইসলাম নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন।
যার মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে চার শ্রমিক মারা যাওয়ার পর গতকাল রাতে মারা যান ইকবাল হোসেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল মিলের কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন শ্রমিক ইকবাল হোসেন (২৫) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু হলো।
গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার ভোরে ইকবালের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
ইকবালের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। তাঁর বাবার নাম মো. খাইরুল ইসলাম। তিনি অন্য চার শ্রমিকের সঙ্গে সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকতেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ইকবালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
আজ সকালে বরুয়াজানি গ্রামে গেলে কথা হয় ইকবালের বাবা খাইরুল ইসলামের সঙ্গে। তিনি কেঁদে কেঁদে বলছেন, ‘আশা করছিলাম পুলাডা আমার বেঁচে বাড়ি ফিরবে। কপালডা আমার সহিলো না। পুলাডা আমার লাশ হয়েই বাড়িতে আইলো। আমি মনে করছিলাম সবার শরীল বেশি পুড়ছে, তাই তারা মইরা গেছে। আমার বাজান তো কম পুড়ছিল। গ্যাসের আগুন আমার পুলারেও আমার কাছ থেকে কাইড়া নিয়া গেল। তুমরা আমার বাজানরে মাফ কইরা দিও গো।’
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘দগ্ধ হওয়া পাঁচজনের চারজনই আমার ইউনিয়নের বাসিন্দা ছিল। এর মাঝে সবাই মারা গেল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি যত দূর পারি পরিষদের পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করব।’
এর আগে, গত ১৪ অক্টোবর ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে ইকবাল হোসেন, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, জাকারিয়া ও শরিফুল ইসলাম নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন।
যার মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে চার শ্রমিক মারা যাওয়ার পর গতকাল রাতে মারা যান ইকবাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ডেকে আনেন। তাঁরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান।
২৭ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৪০ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১ ঘণ্টা আগে