নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মারিয়া আক্তার। বয়স পাঁচ বছর। বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে। গত ৮ জানুয়ারি বিকেলে শীত নিবারণের জন্য জ্বলন্ত চুলার পাশে দাঁড়িয়ে ছিল। অসাবধানতাবশত চুলা থেকে পোশাকে আগুন লাগে। আগুন থেকে রক্ষা পেতে শিশুটি দৌড় দেয়। পুড়ে যায় পেটের নিচের অংশ ও দুই পায়ের কিছু অংশ। চিকিৎসা করাতে বিলম্ব হওয়ায় শিশুটির শরীরে পচন ধরেছে।
ঝাল মুড়ি বিক্রেতা বিপুল মিয়া ও গৃহিণী আলপিনা আক্তার তাঁদের কন্যাটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়েছিলেন। চিকিৎসকেরা সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন। কিন্তু অর্থের অভাবে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে না নিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যান। পরে স্থানীয় এক কবিরাজের পরামর্শে শিশুটির শরীরের পুড়ে যাওয়া অংশে হলুদ ও লবণ মেখে দেন। ধীরে ধীরে শিশুটির শরীরে পচন ধরে।
ঘটনার নয় দিন পর গত ১৭ জানুয়ারি স্থানীয় স্কুল শিক্ষিকা আনিছার মাধ্যমে চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মারিয়ার নানা মো. মামুন মিয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি (মারিয়ার মা) খুবই অসহায়। অর্থের অভাবে মেয়েটার চিকিৎসা হয়নি। খুবই খারাপ অবস্থায় আছে মেয়েটা।’
আলপিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটাকে অর্থের অভাবে উন্নত চিকিৎসা দিতে পারিনি। আমি হতভাগা মা স্থানীয় এক কবিরাজের পরামর্শে হলুদ লবণ দিয়েছি। এখন শরীরে পচ ধরেছে।’
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন আগে অগ্নিদগ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুনে পোড়া রোগীর চিকিৎসার তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম। কিন্তু আর্থিক অনটনের কারণে পরিবারটি আর হাসপাতালে যায়নি।’
মারিয়া আক্তার। বয়স পাঁচ বছর। বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে। গত ৮ জানুয়ারি বিকেলে শীত নিবারণের জন্য জ্বলন্ত চুলার পাশে দাঁড়িয়ে ছিল। অসাবধানতাবশত চুলা থেকে পোশাকে আগুন লাগে। আগুন থেকে রক্ষা পেতে শিশুটি দৌড় দেয়। পুড়ে যায় পেটের নিচের অংশ ও দুই পায়ের কিছু অংশ। চিকিৎসা করাতে বিলম্ব হওয়ায় শিশুটির শরীরে পচন ধরেছে।
ঝাল মুড়ি বিক্রেতা বিপুল মিয়া ও গৃহিণী আলপিনা আক্তার তাঁদের কন্যাটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়েছিলেন। চিকিৎসকেরা সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন। কিন্তু অর্থের অভাবে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে না নিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যান। পরে স্থানীয় এক কবিরাজের পরামর্শে শিশুটির শরীরের পুড়ে যাওয়া অংশে হলুদ ও লবণ মেখে দেন। ধীরে ধীরে শিশুটির শরীরে পচন ধরে।
ঘটনার নয় দিন পর গত ১৭ জানুয়ারি স্থানীয় স্কুল শিক্ষিকা আনিছার মাধ্যমে চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মারিয়ার নানা মো. মামুন মিয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাগনি (মারিয়ার মা) খুবই অসহায়। অর্থের অভাবে মেয়েটার চিকিৎসা হয়নি। খুবই খারাপ অবস্থায় আছে মেয়েটা।’
আলপিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটাকে অর্থের অভাবে উন্নত চিকিৎসা দিতে পারিনি। আমি হতভাগা মা স্থানীয় এক কবিরাজের পরামর্শে হলুদ লবণ দিয়েছি। এখন শরীরে পচ ধরেছে।’
নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন আগে অগ্নিদগ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুনে পোড়া রোগীর চিকিৎসার তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলাম। কিন্তু আর্থিক অনটনের কারণে পরিবারটি আর হাসপাতালে যায়নি।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে