Ajker Patrika

জামালপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

জামালপুর প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলুর রহিমর (২৫) মেলান্দহ উপজেলার চর পলিসি গ্রামের মরহুম জিয়া রুল হকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার চর ঘোষণাটা গ্রামের আবদুল কাশেদের ছেলে নীরব (১৯), সুর মান হোসেনের ছেলে আনন্দ হোসেন (৩০), চর পলিসি গ্রামের মোল্লা হোসেনের ছেলে আল-আমিন (২৮) এবং বেতমারী চর পলিসি গ্রামের রমজান আলীর ছেলে আবদুল্লাহ হোসেন (৩০)। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত দুজনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমকে) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিমের মৃত্যু হয়। আহত হন চারজন। তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত