Ajker Patrika

শেরপুর থেকে ১৬০ বস্তা সার ময়মনসিংহে পাচারকালে জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৪৭
শেরপুর থেকে ১৬০ বস্তা সার ময়মনসিংহে পাচারকালে জব্দ

শেরপুরের জন্য বরাদ্দ করা ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার ময়মনসিংহে নিয়ে যাওয়ার সময় জব্দ করেছেন নালিতাবাড়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। আজ শুক্রবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের ধারা রোড এলাকায় এসব সার আটক করা হয়। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকার সুমন নামের এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনজনের এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার লাভের আশায় পাশের ট্রলিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়ে যাচ্ছিলেন। পরে নালিতাবাড়ী শহরের ধারা রোডে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ট্রলি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন।

তখন চালক সার হালুয়াঘাট নিয়ে যাচ্ছিলেন বলে জানান। সার পরিবহনের বৈধ কাগজ দেখতে চাইলে তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। এক জেলার বরাদ্দের সার অন্য জেলায় নেওয়ার নিয়ম না থাকায় সারগুলো জব্দ করে কৃষি অফিসে নেওয়া হয়। 

এ বিষয়ে জানতে আজকের পত্রিকার এ প্রতিনিধি সারের মালিক সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি পরে দেখা করার কথা জানান। 

নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সার পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় সার জব্দ করা হয়েছে। পরবর্তীকালে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি জব্দ করা সারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত