Ajker Patrika

পদবাণিজ্য: নেত্রকোনা সদর আ.লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০: ৪৫
পদবাণিজ্য: নেত্রকোনা সদর আ.লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘পদবাণিজ্য’ বা কমিটিতে সদস্যপদ দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শাকের আহমেদ আজ মঙ্গলবার জানান, গত রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখার জন্য উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অভিযোগকারী আবদুল জলিল ঢাকার মতিঝিল এলাকায় একজন কম্পিউটার ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার কুনিয়া গ্রামে। অভিযুক্ত নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান একই গ্রামের বাসিন্দা।

থানায় লিখিত অভিযোগে আবদুল জলিল বলেন, ‘গত বছরের মার্চে মো. হাফিজুর রহমান নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পান। এরপর সেই কমিটিতে সদস্য করার জন্য আমাকে প্রস্তাব দেন। যেহেতু আমি আওয়ামী পরিবারের লোক তাই কমিটির সদস্য হতে আমারও আগ্রহ ছিল।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘সদস্য হওয়ার জন্য আমার কাছে ৫ লাখ টাকা চাওয়া হয়। যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি, তাই তাঁর কথায় আস্থা রেখে আমি রাজি হই এবং তাঁকে ১ লাখ টাকা দিই। কমিটির কাগজ হাতে পেলে বাকি টাকা নেবেন বলে জানান। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সদস্য হতে না পেরে সেই ১ লাখ টাকা ফেরত চাইলে তিনি গড়িমসি করতে থাকেন। বারবার যোগাযোগ করা হলেও তিনি এড়িয়ে চলার চেষ্টা করেন। তাই এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।’ 

তবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি পুরোপুরি মিথ্যা; সামাজিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যেই এই অভিযোগ করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে এই অভিযোগ তোলা হয়েছে। যারা এই অভিযোগ তুলেছে, তাদের ডাকা হয়েছে। তাকে অভিযোগের প্রমাণ দিতে হবে।’ 

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক বলেন, ‘পুলিশের তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি।’

গত বছরের ১ মার্চ ত্রিবার্ষিক সম্মেলনে নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। পরে ২৮ ডিসেম্বর দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল স্বাক্ষরিত এক চিঠিতে নেত্রকোনা সদর উপজেলা ও পৌর শাখার কমিটি স্থগিত করা হয়। ঊর্ধ্বতন কারও সঙ্গে পরামর্শ ছাড়া গঠনতন্ত্র পরিপন্থী প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অভিযোগ তুলে ওই চিঠিতে দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাতে বলা হয়। চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাখা দুটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত