Ajker Patrika

নেত্রকোনায় এসআইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলাটি করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।  

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে দিকে যান শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে পৌর শহরের পান মহলসংলগ্ন একটি গলিতে অজ্ঞাতনামা পাঁচ–ছয়জন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে আজ বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এসআই শফিকুলের জানাজা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে দুপুরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্র জানায়, শফিকুল জামালপুরে কর্মরত ছিলেন। তিনি ৮ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন। ৯ জানুয়ারি সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে রাতে তাঁর মৃত্যু হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত