Ajker Patrika

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২১, ১০: ৪০
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পৌনে ৬টার দিকে জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারসংলগ্ন বড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক সুরুজ আলী (৫০) ও মাহিন্দ্রর যাত্রী আব্দুর রশিদ (৫৫)। সুরুজ আলী স্থানীয় রুকনাকান্দা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আর আব্দুর রশিদ ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামের ছাবের উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুল কাদির জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস অপর দিক থেকে আসা একটি অটো ও মাহেন্দ্রকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও পাঁচজন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত