মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
এর আগে গত ৬ ও ৭ মে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। ওই সময় বিজিবি ৭৪ জনকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এরপর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও বিজিবির নজর এড়িয়ে আজ ফের ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের ভাষ্য, সীমান্তের ওপারে আরও অনেক বাংলাদেশিকে আটক রেখেছে বিএসএফ, যাঁদেরও পুশইনের প্রস্তুতি চলছে।
এ নিয়ে চলতি মাসে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বিজিবি ১১৮ জন বাংলাদেশিকে আটক করল।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক।’
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা বাংলাদেশি। তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
এর আগে গত ৬ ও ৭ মে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। ওই সময় বিজিবি ৭৪ জনকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এরপর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও বিজিবির নজর এড়িয়ে আজ ফের ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের ভাষ্য, সীমান্তের ওপারে আরও অনেক বাংলাদেশিকে আটক রেখেছে বিএসএফ, যাঁদেরও পুশইনের প্রস্তুতি চলছে।
এ নিয়ে চলতি মাসে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বিজিবি ১১৮ জন বাংলাদেশিকে আটক করল।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক।’
৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা বাংলাদেশি। তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
৫ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
২৩ মিনিট আগেআসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
৩৭ মিনিট আগে