Ajker Patrika

এক ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

বৈরী আবহাওয়ায় এক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এ জি এম আবদুস সালাম।

এর আগে প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বিকেল সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আবদুস সালাম বলেন, বিকেল ৪টার দিকে নদী এলাকায় দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। যাত্রী, যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সাড়ে ৫টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...