হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের ৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে এক বছর মেয়াদি ঘোষিত কমিটিতে মো. সাগর চৌধুরীকে সভাপতি এবং শেখ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
২০০২ সালে ফরিদুর রহমানকে সভাপতি এবং দুলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে তৎকালীন সভাপতি আমিনুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। এরপর কামাল হোসেন-ফয়সাল আহমেদ সেতুর কমিটি এবং মাসুদুর রহমান ও রাজিবুল হাসানের কমিটি বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করতে পারেনি। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ইতিবাচক হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ‘হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সব কমিটি সম্মেলনের মাধ্যমে নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগে গতিশীলতা বাড়বে বলে আশা করছি।’
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, ‘গতকাল রাতে বয়ড়া, গালা ও চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবেন।’
সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, ‘আমি আর আমার সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের ইচ্ছা ছিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে সংগঠনে গতিশীলতা আরও বৃদ্ধি করা। অবশেষে গতকাল রাতে তিনটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে আমরা ১৩টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করেছি।’
এ দিকে আসিফ বিশ্বাসকে আহ্বায়ক এবং রাজিবুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে গালা ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। এ ছাড়া কাজী শিহাবকে সভাপতি এবং কাজী ফাগুনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ।
মানিকগঞ্জের হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের ৪২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার রাতে এক বছর মেয়াদি ঘোষিত কমিটিতে মো. সাগর চৌধুরীকে সভাপতি এবং শেখ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
২০০২ সালে ফরিদুর রহমানকে সভাপতি এবং দুলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে তৎকালীন সভাপতি আমিনুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। এরপর কামাল হোসেন-ফয়সাল আহমেদ সেতুর কমিটি এবং মাসুদুর রহমান ও রাজিবুল হাসানের কমিটি বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করতে পারেনি। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে ইতিবাচক হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, ‘হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সব কমিটি সম্মেলনের মাধ্যমে নির্দেশনা অনেক আগেই দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগে গতিশীলতা বাড়বে বলে আশা করছি।’
হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুতফর রহমান বলেন, ‘গতকাল রাতে বয়ড়া, গালা ও চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবেন।’
সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, ‘আমি আর আমার সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের ইচ্ছা ছিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করে সংগঠনে গতিশীলতা আরও বৃদ্ধি করা। অবশেষে গতকাল রাতে তিনটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে আমরা ১৩টি ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করেছি।’
এ দিকে আসিফ বিশ্বাসকে আহ্বায়ক এবং রাজিবুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে গালা ইউনিয়ন ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। এ ছাড়া কাজী শিহাবকে সভাপতি এবং কাজী ফাগুনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট চালা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
৮ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১২ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১৩ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
৩২ মিনিট আগে