মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলেও বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সারে ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে, জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আবদুল্লাহ আদিল মাহমুদ টুটুল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
সূত্র জানায়, এনসিপির মাদারীপুর জেলা কমিটি গঠনের পর তা প্রত্যাখ্যান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্যসচিব মাসুম বিল্লাহসহ অনেক নেতা-কর্মী। পরে ওই পক্ষই মাদারীপুর সদর উপজেলায় ২৬ সদস্যের আরেকটি এনসিপি কমিটি গঠন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
বুধবার বিকেলে শহরের বাদামতলা এলাকার ভুইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির কর্মীসভায় যোগ দিতে গেলে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে তাঁর সহকর্মী আকাশ মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। তবে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দিবাগত রাত দুইটার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
এদিকে হামলার ঘটনায় থানায় মামলা হলেও বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সারে ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে, জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আবদুল্লাহ আদিল মাহমুদ টুটুল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
সূত্র জানায়, এনসিপির মাদারীপুর জেলা কমিটি গঠনের পর তা প্রত্যাখ্যান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সদস্যসচিব মাসুম বিল্লাহসহ অনেক নেতা-কর্মী। পরে ওই পক্ষই মাদারীপুর সদর উপজেলায় ২৬ সদস্যের আরেকটি এনসিপি কমিটি গঠন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
বুধবার বিকেলে শহরের বাদামতলা এলাকার ভুইয়া কমিউনিটি সেন্টারে এনসিপির কর্মীসভায় যোগ দিতে গেলে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে তাঁর সহকর্মী আকাশ মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। তবে আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১৯ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২৯ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৩২ মিনিট আগে