Ajker Patrika

মঙ্গলগ্রহে জমি কেনার দাবি করলেন লালমনিরহাটের এক প্রকৌশলী

প্রতিনিধি, লালমনিরহাট
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৪৩
মঙ্গলগ্রহে জমি কেনার দাবি করলেন লালমনিরহাটের এক প্রকৌশলী

মঙ্গলগ্রহে জমি কেনার দাবি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন লালমনিরহাটের প্রকৌশলী এলাহান উদ্দিন। আইসিটি এমপ্লোই সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারম্যান এলাহান উদ্দিন সম্প্রতি মঙ্গলগ্রহে এক একর জমি কিনেছেন। সেই জমির দলিলও হাতে পেয়েছেন।

তিনি দাবি করেন, ‘লুনার অ্যাম্বাসি’ নামে এক আমেরিকান কোম্পানি থেকে মাত্র ৫০ ডলারে তিনি এই জমি কিনেছেন। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, জিমি কাটার ও রোলান্ড রিগ্যান এই কোম্পানি থেকে মঙ্গল গ্রহে জমি কিনেছেন বলে জানা যায়।

প্রকৌশলী এলাহান উদ্দিন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামের খায়রুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে প্রকৌশলী এলাহান উদ্দিন আজকের পত্রিকাকে জানান, গত ১০ আগস্ট তিনি ওই কোম্পানির কাছ থেকে মঙ্গল গ্রহে জমি ক্রয়ের জন্য আবেদন করেন। ৭ সেপ্টেম্বর জমির দলিল পাঠিয়ে দেয় কোম্পানিটি। কী উদ্দেশে মঙ্গল গ্রহে জমি কিনলেন জানতে চাইলে তিনি জানান, আজ থেকে দুই-তিন শ বছর পরে মঙ্গল গ্রহে কেনার মতো আর জমি থাকবে না। তাই তিনি এখনই জমি কিনে বাংলাদেশের নাম ইতিহাসে লিখে রাখতে চান। 

এলাহান উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি সারা বিশ্বে কোথাও থেমে নেই। প্রতি মিনিটে কোথাও না কোথাও মানুষ তথ্য প্রযুক্তির নতুন নতুন বিষয় আবিষ্কার করছে। আগামী বিশ্বে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে তথ্য প্রযুক্তি। এই প্রযুক্তির বড় সাফল্য হচ্ছে মঙ্গল গ্রহে নাসার মার্স ২০২০ পারসিভারেন্স রোভার সফলভাবে অবতরণ করা। নাসার বিজ্ঞানীরা পৃথিবীতে বসেই মঙ্গল গ্রহে মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এরই মধ্যে কাজ শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশের কৃষিজ ফসল ধনে বীজ মঙ্গলে রোপণের জন্য পাঠানো হয়েছে। একদল  বিজ্ঞানী গবেষণা করে ঘোষণা দিয়েছে মঙ্গল গ্রহে পৃথিবীর মতো আলো, বাতাস ও পানি রয়েছে। মঙ্গল গ্রহ পৃথিবীর মানুষের জন্য আগামীর বাসস্থান হতে পারে। মানুষের বেঁচে থাকার মতো সকল সুযোগ-সুবিধা মঙ্গল গ্রহে রয়েছে। তারপরেও গবেষণা করে দেখা হচ্ছে মানুষের অনুকূল পরিবেশ কতটা উপযোগী। মঙ্গল গ্রহে অন্য কোনো ভিন জাতি প্রাণী রয়েছে কিনা পৃথিবীর মানুষ নিশ্চিত হতে পারেনি। তাই ব্যাপক গবেষণা প্রয়োজন হয়ে পড়েছে। প্রতিনিয়ত সন্ধান চলছে। মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবীর মানুষের আগ্রহের শেষ নেই। বিজ্ঞানীদের এই কাজের সাক্ষী হয়ে থাকতে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মঙ্গল গ্রহে জমি কিনেছি। এতে করে বাংলাদেশের বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের একজন গর্বিত অংশীদার হবে। মঙ্গল গ্রহে জমি কেনার মূল লক্ষ্য ছিল লালমনিরহাট জেলার নাম ও বাংলাদেশের নাম সারা বিশ্বে গবেষণার মাধ্যমে ছড়িয়ে পড়া। 

এলাহান উদ্দিন বলেন, একদিন সোনার বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। তখন গর্বিত জাতি হিসেবে বিশ্ববাসী গর্ব অনুভব করবে। তাই একজন বাংলাদেশের নাগরিক হয়ে পিছিয়ে থাকতে চাইনি। শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়ে সর্বাধুনিক আকাশ প্রযুক্তিতে নাম লিখিয়েছে। এটা বিশ্বের কতটা দেশ পেরেছে। অনেক সমৃদ্ধিশালী দেশ এখনো আকাশে স্যাটেলাইট পাঠাতে পারেনি। কিন্তু বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে। এখন বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু স্যাটেলাইটের সকল সুযোগ-সুবিধা ব্যবহার করেছে। খুব বেশি দুরে নয় একদিন মঙ্গল গ্রহেও পা রাখবে বাংলাদেশিরা। বাংলাদেশের বিজ্ঞানীরা নাসায় বিজ্ঞানী হিসেবে কাজ করছে। তারাও তো কোনো এক দিন মঙ্গল গ্রহে পা রাখতে পারেন। তখন যদি তিনি শোনবেন বাংলাদেশের কোনো একজন মঙ্গল গ্রহে জমি কিনেছে। তখন তিনি নিশ্চয় গর্ববোধ করবেন। তাই মঙ্গল গ্রহ নিয়ে বাংলাদেশি বিজ্ঞানীদের গবেষণার জন্য আমি ওই জমি উৎসর্গ করতে চান।

এলাহানের বাবা খায়রুল ইসলাম জানান, দেশের কেউ এখন পর্যন্ত মঙ্গলগ্রহে জমি কিনতে পারেননি। এলাহান সেটি করেছেন। সবাই দোয়া করবেন এলাহানের জন্য।

এলাহানের বড় ভাই রমজান আলী বলেন, মঙ্গলগ্রহে জমি কেনার কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি। পরে যখন জমি কেনার কাগজপত্র দেখলাম তখন বুঝলাম আসলে সে জমি কিনেছে। জমি কেনার কথা প্রচার হওয়ায় এখন প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন আমাদের বাড়িতে আসছে। খোঁজ খবর নিচ্ছেন। এলাহানকে নিয়ে আমরা গরববোধ করি।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন আলো জানান, লোকমুখে শুনেছি আমাদের ছেলে এলাহান মঙ্গলগ্রহে জমি কিনেছেন। অনেকে তার বাড়ি যাচ্ছেন বিষয়টি শুনতে। সেখানে নাকি অনেক বড়বড় দেশের সরকার প্রধানেরা জমি কিনে রেখেছেন। সেই জায়গায় আমাদের এলাহান জমি কিনেছেন এটি আমাদের গর্বের বিষয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পীরগঞ্জে আরও ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আরও ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের আশুরা বেগম (৬৫), রবিউল ইসলাম (৫৫), শাহিন মিয়া (২৩), শরীফ মিয়া (২২), খাসা মিয়া (৫২), চেরাগপুরের রওহাবুল মিয়া (৩২), দ্বারিয়াপুরের শিল্পী (২৮), মামুন (১৬) ও খোরশেদ ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেরাগপুর গ্রামের শমসের আলীর ছেলে সাদেক আলী ৪ অক্টোবর অসুস্থ গরু জবাই করে ১৮টি পরিবারের মধ্যে মাংস বিতরণ করেন। পরে ১১ অক্টোবর দ্বারিয়াপুর গ্রামের টুটুল মিয়াও অসুস্থ গরু জবাই করে গ্রামবাসীর মধ্যে মাংস ভাগ করে দেন। ধারণা করা হচ্ছে, এসব গরুর মাংস খেয়ে বা কাটাকাটির সময় সংস্পর্শে এসে তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত শিল্পী, মামুন ও খোরশেদ জানান, গরু জবাইয়ের পরপরই কয়েকজনের শরীরে ঘা দেখা দেয়। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত রংপুরের পীরগাছায় ৩৮, কাউনিয়ায় ১৮, মিঠাপুকুরে ১২, গঙ্গাচড়ায় ৭, পীরগঞ্জে একজনসহ জেলায় ৭৮ জন সন্দেহজনক অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পীরগঞ্জের নতুন ৯ জন আক্রান্তের তথ্য এখনো ওই হিসাবে যুক্ত হয়নি।

জেলা সিভিল সার্জন শাহীন সুলতানা জানান, জেলায় এখন পর্যন্ত অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা ১১। তবে সন্দেহজনক রোগীর সংখ্যা আরও বেশি। তিনি বলেন, ‘অ্যানথ্রাক্স রোগীর শরীরে কাঁচা ঘা না থাকলে নমুনা সংগ্রহ করা যায় না, তাই অনেক ক্ষেত্রে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয় না।’ এদিকে গত জুলাই ও সেপ্টেম্বরে পীরগাছায় অ্যানথ্রাক্স উপসর্গে দুজনের মৃত্যু হয়। পরে গাইবান্ধায়ও একাধিক আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বশেষ ৪ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জের রোজিনা বেগম (৪৫) অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তাড়াশে কীটনাশকের দোকান থেকে সাড়ে ৩ লাখ টাকার মালপত্র চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সার ও কীটনাশকের দোকানে চুরি। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সার ও কীটনাশকের দোকানে চুরি। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাতের আঁধারে সার ও কীটনাশকের দোকানে চুরি হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালপত্র খোয়া গেছে মালিকের।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাস্তা বাজারে মেসার্স জিসা এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে।

দোকানের মালিক জাহাঙ্গীর আলম দাবি করে বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের পেছনের টিন কাটা। দোকান থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক ও অন্য মালপত্র চুরি হয়ে গেছে।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘চুরির বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা। ছবি: আজকের পত্রিকা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা। ছবি: আজকের পত্রিকা

‘আমি বিএনপি করে শ ম রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি। এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে। তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে এযাবৎ কাজ করেছি।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করে আবারও আলোচনায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা।

জানা গেছে, পাঁচ বছর আগে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন অভিযোগে তিনি আগে থেকেই সমালোচিত। অভিযোগ উঠেছে, ওই মামলায় রেহাই পেতে তাঁর ভাই ও চাচা ৫০ হাজার টাকা দিলেও হয়রানি থেকে মুক্তি পাননি। তাঁরা এখনো ভুগছেন সেই ঘর পোড়ানোর মামলায়। বিতর্কিত মন্তব্য করে এখন তিনি আবারও আলোচনায় উঠে এসেছেন।

সোহাগ মৃধার চাচা মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, ‘ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত করতে সোহাগ তার ভাইকে হয়রানি করত। আমি প্রতিবাদ করায় আমাকে চুরির মামলায় ফাঁসায়। পরে নিজের ঘরে আগুন দিয়ে আমি ও তার ভাই তৈমুর রেজার নামে মামলা দেয়। তখন আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েও রেহাই দেয়নি।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী আমলে সোহাগ মৃধা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন। প্রতিপক্ষকে ফাঁসানো, সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অপকর্মে তিনি জড়িত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন তিনি বিএনপি পরিচয়ে সক্রিয় হয়েছেন।

জানতে চাইলে বলদিয়া ইউপি চেয়ারম্যানের ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. সোহাগ হোসেন বলেন, ‘সোহাগ মৃধা কেমন মানুষ, তা সবাই জানে। সে আমার বাবাকেও একসময় হয়রানি করেছে।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম বলেন, ‘শুনেছি সোহাগ মৃধা আওয়ামী লীগ করতেন। এখন কীভাবে বিএনপি করলেন জানি না। কেউ নিজেকে বিএনপি বললেই সে বিএনপি হয়ে যায় না। তিনি আমাদের দলের কেউ নন।’

এসব নিয়ে জানতে চাইলে ইউপি সদস্য সোহাগ মৃধা বলেন, ‘আমি কাউকে মিথ্যা মামলা দিইনি। আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। ইউপি সদস্যদের নির্দিষ্ট দল থাকে না—যে সরকার আসে, তার হয়ে কাজ করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

লাউয়াছড়া বন থেকে টহল দলের সদস্যের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে দায়িত্বরত মো. সিরাজ মিয়া (৭০) নামের এক বন টহল দলের (সিপিজি) সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকার বাসিন্দা।

পরিবারের সূত্রে জানা গেছে, সিরাজ মিয়া মঙ্গলবার রাত ১০টার দিকে লাউয়াছড়া বনের জানকিছড়া এলাকায় বন পাহারায় দায়িত্ব পালন করছিলেন। আজ সকালে খবর পাওয়া যায়, লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রধান সড়কের পাশে সিপিজি ইউনিফর্ম পরিহিত অবস্থায় তাঁর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের সদস্যরা।

জানতে চাইলে লাউয়াছড়া বনের বনবিট কর্মকর্তা মারজুক হোসেন বলেন, ‘নিহত সিরাজ মিয়ার ডিউটি শেষ হয়েছিল ভোর ৫টার দিকে। সকাল ৬টার দিকে খবর পাই, তাঁর মরদেহ সড়কের পাশে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। মরদেহের পাশে গ্লাস ভাঙা টুকরো পাওয়া গেছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি সড়ক দুর্ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত