পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের তিন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নয়জনকে পুশ ইন করেছে। তবে হাতীবান্ধার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠায় বিএসএফ। একই সময় উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান আজকের পত্রিকাকে পুশ ইনের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারে শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুজন পুরুষকে ঠেলে পাঠায়।
বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
অন্যদিকে একই দিন ভোরে সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপপিলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেন। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রামের তিন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নয়জনকে পুশ ইন করেছে। তবে হাতীবান্ধার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ছয়জন ও হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠায় বিএসএফ। একই সময় উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।
শ্রীরামপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবায়ের রহমান আজকের পত্রিকাকে পুশ ইনের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৩ নম্বরের ১ নম্বর উপপিলারে শ্রীরামপুর সীমান্তের বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জের চেঙ্গেরবাড়ী সীমান্ত। এ সীমান্ত দিয়ে এদিন ভোর সাড়ে ৪টায় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্যরা তিনজন ভারতীয় পুরুষ ও বাংলাদেশি একজন নারী ও দুজন পুরুষকে ঠেলে পাঠায়।
বাংলাদেশের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে ওই ইউনিয়নের আজিজপুর গ্রামের কমলার বাজারে দুপুরে স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) শ্রীরামপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন।
অন্যদিকে একই দিন ভোরে সীমান্তের প্রধান পিলার ৮৯১ নম্বর ও উপপিলার ৩ নম্বরের হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়ন সীমান্তের বিপরীতে ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের তিলক ক্যাম্পের সদস্যরা তিনজনকে পুশ ইন করে। বিজিবি এই তিনজনকে আটক করে হাতীবান্ধা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠানোর সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিহত করেন। উভয় সীমান্তে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৮ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
৩১ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩৩ মিনিট আগে