লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গেলে নিজেদের মধ্যে বড় ধরনের বিভেদ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ‘যেটা বলা হচ্ছে পিআর পদ্ধতি—তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, কোনো একটি বা দুটি রাজনৈতিক দলের মত কিংবা ব্যক্তিগত অবস্থান থেকে আসা এই মতবাদ বাংলাদেশের রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না। ইউরোপের অনেক দেশে পিআর পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে এটা বাস্তবসম্মত নয়। এতে বড় ধরনের বিভক্তি তৈরি হবে এবং ফ্যাসিস্ট শক্তি সুযোগ পাবে।’
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনে গিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রশাসনকে জিম্মি করে রেখেছে, দেশকে ধ্বংস করেছে, রাজনীতিকে শেষ করে দিয়েছে। তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারের বিষয়টিই আগে আসা উচিত।’
এ্যানি আরও বলেন, ‘সম্প্রতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন। একটি সুযোগে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। সেখানে জাতির ও দেশের স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। আমরা এতে সাহস ও মনোবল পেয়েছি।’
আগামী নির্বাচন প্রসঙ্গে এ্যানি বলেন, ‘শীত মৌসুমে, রোজার আগে—ফেব্রুয়ারি মাসে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে সেটি হবে উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মতভেদ থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে ঐক্য জরুরি। আমরা আহ্বান জানাই, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে যেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হয়।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্যসচিব মো. আনোয়ার হোসেন বাচ্চু, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ ভূঁইয়া, সোহেল মাহমুদ, শরীফ উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্যসচিব আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গেলে নিজেদের মধ্যে বড় ধরনের বিভেদ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ‘যেটা বলা হচ্ছে পিআর পদ্ধতি—তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, কোনো একটি বা দুটি রাজনৈতিক দলের মত কিংবা ব্যক্তিগত অবস্থান থেকে আসা এই মতবাদ বাংলাদেশের রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না। ইউরোপের অনেক দেশে পিআর পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে এটা বাস্তবসম্মত নয়। এতে বড় ধরনের বিভক্তি তৈরি হবে এবং ফ্যাসিস্ট শক্তি সুযোগ পাবে।’
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনে গিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রশাসনকে জিম্মি করে রেখেছে, দেশকে ধ্বংস করেছে, রাজনীতিকে শেষ করে দিয়েছে। তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারের বিষয়টিই আগে আসা উচিত।’
এ্যানি আরও বলেন, ‘সম্প্রতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন। একটি সুযোগে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। সেখানে জাতির ও দেশের স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। আমরা এতে সাহস ও মনোবল পেয়েছি।’
আগামী নির্বাচন প্রসঙ্গে এ্যানি বলেন, ‘শীত মৌসুমে, রোজার আগে—ফেব্রুয়ারি মাসে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে সেটি হবে উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মতভেদ থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে ঐক্য জরুরি। আমরা আহ্বান জানাই, একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে যেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হয়।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্যসচিব মো. আনোয়ার হোসেন বাচ্চু, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইউসুফ ভূঁইয়া, সোহেল মাহমুদ, শরীফ উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্যসচিব আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
২৬ মিনিট আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগে