লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
পরে তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর চরআবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেত হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় একে অপরকে দায়ী করছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার (৫২), মো. হেলাল (৪২), মো. কাউছার (২৬), মুর্তজা মাহি (২১), জয়নাল (৪২) ও ইসারুল্লা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা গেছে।
দুদিন আগে রাতে বাসেত হাওলাদার পক্ষের লোকজন হায়দারগঞ্জ বাজারে মিছিল বের করে। তারা বাসেত হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি করার জন্য হুঁশিয়ার করে মিজান সমর্থকদের বিরুদ্ধে স্লোগান দেয়। এর জেরে শুক্রবার রাতে মিজান সমর্থকেরা ঘটনার সময়ে তাদের নেতার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে মিছিল করে।
ওই মিছিল থেকে মিজান সমর্থকেরা হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় বাসেত হাওলাদারের ছেলে আব্দুল আজিজ লিটন হাওলাদার ও নাতি মো. কাউছারসহ ১২ জন আহত হন। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়পুর উপজেলা বিএনপির সদস্যসচিব নাজমুল ইসলাম মিঠু বলেন, এটি বিএনপির দলীয় বিরোধে ঘটেনি। ওখানে হাওলাদার ও সরদার পরিবারের দীর্ঘদিনের রেষারেষিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তারা দলীয় পদ-পদবিতে থাকায় এটিকে বিএনপির সংঘর্ষ বলে প্রচার করা হচ্ছে। এটি সঠিক নয়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
পরে তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। উত্তর চরআবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেত হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় একে অপরকে দায়ী করছেন।
আহত ব্যক্তিদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার (৫২), মো. হেলাল (৪২), মো. কাউছার (২৬), মুর্তজা মাহি (২১), জয়নাল (৪২) ও ইসারুল্লা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা গেছে।
দুদিন আগে রাতে বাসেত হাওলাদার পক্ষের লোকজন হায়দারগঞ্জ বাজারে মিছিল বের করে। তারা বাসেত হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি করার জন্য হুঁশিয়ার করে মিজান সমর্থকদের বিরুদ্ধে স্লোগান দেয়। এর জেরে শুক্রবার রাতে মিজান সমর্থকেরা ঘটনার সময়ে তাদের নেতার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ এনে মিছিল করে।
ওই মিছিল থেকে মিজান সমর্থকেরা হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় বাসেত হাওলাদারের ছেলে আব্দুল আজিজ লিটন হাওলাদার ও নাতি মো. কাউছারসহ ১২ জন আহত হন। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়পুর উপজেলা বিএনপির সদস্যসচিব নাজমুল ইসলাম মিঠু বলেন, এটি বিএনপির দলীয় বিরোধে ঘটেনি। ওখানে হাওলাদার ও সরদার পরিবারের দীর্ঘদিনের রেষারেষিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তারা দলীয় পদ-পদবিতে থাকায় এটিকে বিএনপির সংঘর্ষ বলে প্রচার করা হচ্ছে। এটি সঠিক নয়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
১ ঘণ্টা আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগে