রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু এ তথ্য জানিয়েছেন। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়। ২০ ডিসেম্বর ২০২৪ থেকে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও তার সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব মো. সফিকুর রহমান ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার ও কাঁচামালের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়ন বিএনপির মধ্যে দুটি ধারা তৈরি হয়। একপক্ষে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী, অন্যপক্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ নেতৃত্ব দিচ্ছেন।
এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি বৈঠক হয়। বৈঠকে ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দল থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে এ বিষয়ে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ’ ও আজ শনিবার প্রিন্ট ভার্সনে ‘লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু এ তথ্য জানিয়েছেন। এর আগে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সংঘর্ষের ঘটনা নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়। ২০ ডিসেম্বর ২০২৪ থেকে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও তার সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব মো. সফিকুর রহমান ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার ও কাঁচামালের আড়ত নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়ন বিএনপির মধ্যে দুটি ধারা তৈরি হয়। একপক্ষে উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম গাজী, অন্যপক্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক কবিরাজ নেতৃত্ব দিচ্ছেন।
এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি বৈঠক হয়। বৈঠকে ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দল থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে এ বিষয়ে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ‘লক্ষ্মীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ’ ও আজ শনিবার প্রিন্ট ভার্সনে ‘লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
১ ঘণ্টা আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
২ ঘণ্টা আগে