Ajker Patrika

ইবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আসাদুজ্জামান

ইবি প্রতিনিধি
ইবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
ইবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র বিজ্ঞান অনুষদের ডিন পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান নিয়োগ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ নিয়োগদান করেন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে অধ্যাপক ড. আসাদুজ্জামান বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্বপালন করবেন। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

অধ্যাপক কামরুন্নাহার দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ডিনের দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি আমাদের সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা এবং নতুন শিক্ষকদের উদ্দীপনা ব্যবহার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

এলাকার খবর
Loading...