কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন (৫৮) আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাঁর গাড়িচালকও আহত হয়েছেন।
এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে হেফাজতে নিয়েছে।
ফরিদা ইয়াসমিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কুষ্টিয়া শহর থেকে প্রাইভেট কারে ভেড়ামারায় যাচ্ছিলেন ফরিদা ইয়াসমিন। এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১০ মাইল নামের এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে ফরিদা ইয়াসমিন ও তাঁর গাড়িচালক আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন। তিনি মাথা ও কপালে আঘাত পেয়েছেন। তাঁকে সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বাকিটা বলা যাবে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্য নেতারা। হাসপাতালে তাঁরা আহত ফরিদা ইয়াসমিনের চিকিৎসার খোঁজখবর নেন।
জানতে চাইলে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, কাভার্ড ভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি দুই পক্ষই মীমাংসা করে নিতে চায়।
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন (৫৮) আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তাঁর গাড়িচালকও আহত হয়েছেন।
এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে হেফাজতে নিয়েছে।
ফরিদা ইয়াসমিন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কুষ্টিয়া শহর থেকে প্রাইভেট কারে ভেড়ামারায় যাচ্ছিলেন ফরিদা ইয়াসমিন। এ সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১০ মাইল নামের এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে ফরিদা ইয়াসমিন ও তাঁর গাড়িচালক আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন। তিনি মাথা ও কপালে আঘাত পেয়েছেন। তাঁকে সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বাকিটা বলা যাবে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্য নেতারা। হাসপাতালে তাঁরা আহত ফরিদা ইয়াসমিনের চিকিৎসার খোঁজখবর নেন।
জানতে চাইলে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, কাভার্ড ভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি দুই পক্ষই মীমাংসা করে নিতে চায়।
প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
২৬ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
১ ঘণ্টা আগে