কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ লাখ টাকা। দীর্ঘদিন বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ কারণে গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় হাসপাতাল ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো। অবশ্য চলতি জুনের মধ্যে বিল পরিশোধের শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী।
ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া। একই ভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এতে মোট বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৬৬ লাখ টাকা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’
ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিশেষে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ লাখ টাকা। দীর্ঘদিন বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ কারণে গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় হাসপাতাল ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো। অবশ্য চলতি জুনের মধ্যে বিল পরিশোধের শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী।
ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া। একই ভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এতে মোট বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৬৬ লাখ টাকা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’
ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিশেষে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা...
২৩ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নিয়ে মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর রাতে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
২৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোটার ভোট দেবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগেমোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আজ ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি।’
১ ঘণ্টা আগে