ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. বাশার (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার নওদাপাড়া (ক্যানালপাড়া) জিকে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
মৃত বাশার নওদাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে ভেড়ামারা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কুলছাত্রের বাবা বিল্লাল হোসেন গতকাল বিকেল ৪টার দিকে বাড়ির পাশে জিকে খালে গরুর গোসল করাতে যান। এ সময় ছেলে বাশার তাঁর সঙ্গে ছিল। একপর্যায়ে গরু নিয়ে বিল্লাল খাল থেকে উঠে আসেন এবং ছেলে বাশারকেও উঠতে বলেন। পরে বাড়িতে গরু নিয়ে গেলে বাশারের মা জানতে চান, ছেলে কই। গরু রেখে বিল্লাল হোসেন আবার খালের কাছে ছুটে গেলেও বাশারকে পাননি। পরে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা বাশারকে উদ্ধার করতে খালে নামেন। রাত ১০টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল রাত ১টা পর্যন্ত সন্ধান চালিয়েও তার সন্ধান পায়নি।
নিখোঁজের ১৪ ঘণ্টা পর আজ সকাল ৬টায় ডিঙি নিয়ে খালে মাছ ধরতে আসা এক জেলে সুলতানিয়া মহিলা মাদ্রাসার সামনে সিঁড়ি ঘাটের কাছে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজন বাশারের মরদেহ শনাক্তের পর উদ্ধার করেন।
নওদাপাড়া গ্রামের বাসিন্দা রিপন বলেন, বিল্লাল দম্পতি নিঃসন্তান ছিলেন। ১২ বছর আগে ছোট্ট বাশারকে পোষানি (দত্তক) নেন তাঁরা। এর আগে বাশারের সুস্থতার জন্য বাবা বিল্লাল প্রচুর অর্থ খরচ করেছেন। ছেলেকে খুবই ভালোবাসতেন তিনি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার আজিজুল হক বলেন, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধান চালানো শুরু করেন। গতকাল রাত ১০টায় খুলনা থেকে আসা ৪ সদস্যের ডুবুরি দল রাত ১টা পর্যন্ত সন্ধান চালায়। আজ সকাল ৬টায় স্থানীয় লোকজন বাশারের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। ধারণা করছি, বাশার দ্রুত খালের সিঁড়ি ঘাট দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে তাদের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. বাশার (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার নওদাপাড়া (ক্যানালপাড়া) জিকে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
মৃত বাশার নওদাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে ভেড়ামারা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কুলছাত্রের বাবা বিল্লাল হোসেন গতকাল বিকেল ৪টার দিকে বাড়ির পাশে জিকে খালে গরুর গোসল করাতে যান। এ সময় ছেলে বাশার তাঁর সঙ্গে ছিল। একপর্যায়ে গরু নিয়ে বিল্লাল খাল থেকে উঠে আসেন এবং ছেলে বাশারকেও উঠতে বলেন। পরে বাড়িতে গরু নিয়ে গেলে বাশারের মা জানতে চান, ছেলে কই। গরু রেখে বিল্লাল হোসেন আবার খালের কাছে ছুটে গেলেও বাশারকে পাননি। পরে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা বাশারকে উদ্ধার করতে খালে নামেন। রাত ১০টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল রাত ১টা পর্যন্ত সন্ধান চালিয়েও তার সন্ধান পায়নি।
নিখোঁজের ১৪ ঘণ্টা পর আজ সকাল ৬টায় ডিঙি নিয়ে খালে মাছ ধরতে আসা এক জেলে সুলতানিয়া মহিলা মাদ্রাসার সামনে সিঁড়ি ঘাটের কাছে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজন বাশারের মরদেহ শনাক্তের পর উদ্ধার করেন।
নওদাপাড়া গ্রামের বাসিন্দা রিপন বলেন, বিল্লাল দম্পতি নিঃসন্তান ছিলেন। ১২ বছর আগে ছোট্ট বাশারকে পোষানি (দত্তক) নেন তাঁরা। এর আগে বাশারের সুস্থতার জন্য বাবা বিল্লাল প্রচুর অর্থ খরচ করেছেন। ছেলেকে খুবই ভালোবাসতেন তিনি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার আজিজুল হক বলেন, নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধান চালানো শুরু করেন। গতকাল রাত ১০টায় খুলনা থেকে আসা ৪ সদস্যের ডুবুরি দল রাত ১টা পর্যন্ত সন্ধান চালায়। আজ সকাল ৬টায় স্থানীয় লোকজন বাশারের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। ধারণা করছি, বাশার দ্রুত খালের সিঁড়ি ঘাট দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে তাদের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে আগুন পুরোপুরি নেভেনি। আর পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
৬ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
৯ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
২০ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ টানা চার মাস জলমগ্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় দুই প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যা
২৪ মিনিট আগে