কিশোরগঞ্জ ও অষ্টগ্রাম প্রতিনিধি
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেদিক বিবেচনা করে সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকের নিরলস শ্রমে এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা বাংলাদেশের প্রাণ। সরকারও কৃষক ভাইদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই সৌহার্দ্য অব্যাহত থাকলে অচিরেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। অতীতে নানা কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হতো না। এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার খাদ্যগুদাম প্রাঙ্গণ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও বাজিতপুর উপজেলার সঙ্গে ধান সংগ্রহ কার্যক্রমে অনলাইনে যুক্ত হন।
এরপরে সচিব নমুনা শস্য কাটার অংশ হিসেবে মহিষারকান্দি হাওরে গিয়ে নিজে হারভেস্টার মেশিন দিয়ে কিছুক্ষণ ধান কাটেন। পরে কৃষকদের সঙ্গেও কাস্তে নিয়ে ধানকাটায় যোগ দেন তিনি। ধান কাটায় তাঁর সঙ্গে কৃষি বিভাগের লোকজনও ছিলেন।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক ডক্টর সাদিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইরিন আক্তার প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৮৯ টন। এ ছাড়া ২৭ হাজার ১৩৮ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেন, কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেদিক বিবেচনা করে সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকের নিরলস শ্রমে এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা বাংলাদেশের প্রাণ। সরকারও কৃষক ভাইদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই সৌহার্দ্য অব্যাহত থাকলে অচিরেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। অতীতে নানা কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হতো না। এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার খাদ্যগুদাম প্রাঙ্গণ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও বাজিতপুর উপজেলার সঙ্গে ধান সংগ্রহ কার্যক্রমে অনলাইনে যুক্ত হন।
এরপরে সচিব নমুনা শস্য কাটার অংশ হিসেবে মহিষারকান্দি হাওরে গিয়ে নিজে হারভেস্টার মেশিন দিয়ে কিছুক্ষণ ধান কাটেন। পরে কৃষকদের সঙ্গেও কাস্তে নিয়ে ধানকাটায় যোগ দেন তিনি। ধান কাটায় তাঁর সঙ্গে কৃষি বিভাগের লোকজনও ছিলেন।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক ডক্টর সাদিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইরিন আক্তার প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানিয়েছে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৮৯ টন। এ ছাড়া ২৭ হাজার ১৩৮ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
ওবায়দুর মাসুম বলেন, ‘আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে চলে আসি। আজও (রোববার) রাত ৯টার দিকে মহাখালীর অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার বাইকের...
১৭ মিনিট আগেকয়েক দিন আগে জিহাদ কলেজ থেকে ছুটি নিয়ে টঙ্গীর বাসায় আসেন। গতকাল রোববার সন্ধ্যায় রহমান ও আরিফ হোসেন নামে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় জিহাদের। তাঁরা তিনজন একসঙ্গে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ছুরি নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যান। জিহাদকে একা পেয়ে হাম
১৯ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
১ ঘণ্টা আগে