ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে গড়াই পরিবহনের চালককে মারধরের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার প্রক্টরিয়ার বডি, ছাত্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ আলোচনা সভায় বাস চালক তোজাম্মেল হোসেন সবুজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।
মারধরের ঘটনায় জড়িতদের শনাক্তকরণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিনকে আহবায়ক ও সিকিউরিটি ইনচার্জ আব্দুস সালামকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৪-৫ জন শিক্ষার্থী প্রধান ফটকে বাস ড্রাইভার তোজাম্মেল হোসেন সবুজ ও বাসে কর্মরত স্টাফদের বাটাম দিয়ে মারধর করেন। এতে তাঁরা সকলেই আহত হন। মারধরের সময় তাঁদের কাছ থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বাসে স্টাফরা। পরবর্তীতে দুপুর দেড়টায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উভয় পক্ষের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়।
এ বিষয়ে বাস ড্রাইভার সবুজ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমি অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে আমরা বিস্তারিত জানতে পারবো।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে গড়াই পরিবহনের চালককে মারধরের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার প্রক্টরিয়ার বডি, ছাত্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ আলোচনা সভায় বাস চালক তোজাম্মেল হোসেন সবুজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।
মারধরের ঘটনায় জড়িতদের শনাক্তকরণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিনকে আহবায়ক ও সিকিউরিটি ইনচার্জ আব্দুস সালামকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৪-৫ জন শিক্ষার্থী প্রধান ফটকে বাস ড্রাইভার তোজাম্মেল হোসেন সবুজ ও বাসে কর্মরত স্টাফদের বাটাম দিয়ে মারধর করেন। এতে তাঁরা সকলেই আহত হন। মারধরের সময় তাঁদের কাছ থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এর আগে এ ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের বিচারের দাবিতে দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বাসে স্টাফরা। পরবর্তীতে দুপুর দেড়টায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উভয় পক্ষের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়।
এ বিষয়ে বাস ড্রাইভার সবুজ আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমি অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে আমরা বিস্তারিত জানতে পারবো।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক
৩ মিনিট আগেজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
৩০ মিনিট আগে