Ajker Patrika

খুলনায় সাড়ে ৭ লক্ষাধিক শিক্ষার্থীকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

খুলনা প্রতিনিধি
খুলনায় সাড়ে ৭ লক্ষাধিক শিক্ষার্থীকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

খুলনায় এবার ৭ লাখ ৫৭ হাজার ৯৪৬ শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এ লক্ষ্য নিয়ে গতকাল শনিবার শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১। 

এবার খুলনা জেলার ৯টি উপজেলার ১ হাজার ৬৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১২ বছর বয়সী ২ লাখ ২৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী এবং ১ হাজার ১৮৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৮৪ হাজার ৭১৮ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

এ ছাড়া খুলনা মহানগরীর ৪৯৮টি প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১২ বছর বয়সী ৯৩ হাজার ৮৭২ জন শিক্ষার্থী এবং ৯৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সী ৫৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ৭ লাখ ৫৭ হাজার ৯৪৬ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। 
 
সপ্তাহব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের শিশুদের বিনা মূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াসিস নির্মূল কর্মসূচি, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রমের আওতায় খুলনা সিভিল সার্জন অফিস এ সকল কার্যক্রম বাস্তবায়ন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত