Ajker Patrika

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
ছিনতাইয়ের অভিযোগে আটক আবু সাইদ সরদার। ছবি: আজকের পত্রিকা
ছিনতাইয়ের অভিযোগে আটক আবু সাইদ সরদার। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় ছিনতাইয়ের অভিযোগে আবু সাইদ সরদার নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। তিনি মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে।

জানা গেছে, গতকাল শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের অভিযোগে আজ রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে তালার মাগুরা বাজারে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জুতার মালা পরিয়ে তালা থানার পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন জানান, সাইদ এলাকার চিহ্নিত চোর, ছিনতাইকরী ও চাঁদাবাজ। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি সংখ্যালঘু পরিবারে চুরি ও চাঁদাবাজি করতেন। তাঁর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সরকারি দলের নাম ভাঙিয়ে এলাকায় বীরদর্পে চলাফেরার কারণে প্রশাসনও তাঁকে আটক করতে সাহস পেত না। আওয়ামী লীগ সরকারের পতনের পরে তিনি ভোল পাল্টে রাতারাতি হয়ে যান বিএনপির নেতা। এখন বিএনপির নাম ভাঙিয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় পূর্বের মতো ছিনতাই ও চাঁদাবাজি শুরু করেন। গতকাল রাতে আবু সাইদ মাগুরা গ্রামের দীপ্তর কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করেন। এ ঘটনা জানতে পেরে বিএনপি নেতাদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতা ও জনতার সহযোগিতায় তাঁকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে দেওয়া হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবু সাইদকে আটক করে থানায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত