Ajker Patrika

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী ৩ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি 
সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে আজ শুক্রবার আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা
সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে আজ শুক্রবার আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমির তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ রিমান্ড মঞ্জুর করেন।

তিনটি মামলায় পৃথকভাবে তিন দিন রিমান্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ওসি বলেন, ২০১৩ সালে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিলে সহিংসতায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। সেই ঘটনায় সম্প্রতি সদর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় গতকাল রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় আনা হয়।

গত ৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা আরও দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আজ শুক্রবার সকালে সাবেক ওই এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক তিন মামলায় পৃথকভাবে এক দিন করে মোট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত