ঝিনাইদহ প্রতিনিধি
ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’
ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। সেখান থেকেই চূড়ান্ত হবে কোন আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। ঝিনাইদহের সব কটি আসনের অধিকাংশ নেতা-কর্মীই অবস্থান করছেন ঢাকাতে। এতে আজ শনিবার সারা দিন জেলার চারটি সংসদীয় আসনে ছিল না আওয়ামী লীগের কোনো কর্মসূচি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায় প্রতিদিনই বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল, অবরোধসহ অন্যান্য কর্মসূচির প্রতিবাদে দিনের বিভিন্ন সময় বিক্ষোভ, মিছিল, মিটিং করেন সরকারদলীয় নেতা-কর্মীরা। কিন্তু আজ কোথাও কোনো কর্মসূচি ছিল না।
জেলার পরিবেশ শান্ত থাকলেও অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। কে মনোনয়ন পাবেন, আর কে পাবেন না, তাঁরা পেলে কী হবে—এমন শঙ্কা কাজ করছে অনেকের মাঝেই। তবে নাম প্রকাশ অনিচ্ছুক অনেক নেতা-কর্মী বলছেন, যাঁরা জেলায় বর্তমানে আছেন, তাঁরাই পাচ্ছেন মনোনয়ন।
সরেজমিন দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বন্ধ, শহরের পায়রা চত্বর, হরিণাকুণ্ডু শহর ও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও বন্ধ। এ ছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ সব এলাকাতেই অনেকটাই নেতা-কর্মী শূন্য। সবাই তাঁদের পছন্দের প্রার্থী মনোনয়ন পাবেন, আর তাঁদের নিয়ে নিজ নিজ আসনে ফিরবেন—এমন প্রত্যাশায় অবস্থান করছেন ঢাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা যাবে না। রোববার নেত্রী ঘোষণা করবেন ঝিনাইদহের চারটি আসনে কে নৌকা পাবেন। তবে শুনছি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সমর্থক নেতা-কর্মীরা অনেকেই ঢাকাতে আছেন। শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যাঁরা নৌকা পাবেন অর্থাৎ দলীয় মনোনয়ন পাবেন, তাঁদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছি।’
চার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
২ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
২ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
২ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে কালচারাল ফ্রন্ট লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের
৫ ঘণ্টা আগে